বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। গত সোমবার এই রায় ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস। এরপরেই আরজি কর-দোষীর ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য। এবার জানা গেল, ওই একই দাবিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।
হাইকোর্টে (Calcutta High Court) শুনানি কবে?
আরজি কর মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণার পর নানান মহল থেকে নানান প্রতিক্রিয়া আসছে। রায় ঘোষণার পরেই দিনই যেমন সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গত মঙ্গলবার আরজি কর-দোষীর মৃত্যুদণ্ড চেয়ে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। এবার হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। জানা যাচ্ছে, আগামী সোমবার রাজ্যের মামলার সঙ্গেই সিবিআইয়ের আবেদনের শুনানি হবে।
গত বুধবার আরজি কর মামলায় সঞ্জয়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে রাজ্যের জানানো আবেদনে আপত্তি জানিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী প্রশ্ন করেন, দোষীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য কীভাবে আবেদন করতে পারে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। উদাহরণ হিসেবে লালুপ্রসাদ যাদবের প্রসঙ্গও তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ ৩ মাস অন্তর বাড়বে DA, DR? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর
পাল্টা রাজ্যের তরফ থেকে আদালতে (Calcutta High Court) দাবি করা হয়, আইনশৃঙ্খলা এবং তদন্ত রাজ্যের বিষয়। আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের তদন্তও প্রথমে রাজ্য পুলিশ করছিল। পরবর্তীতে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। একইসঙ্গে বলা হয়, লালুপ্রসাদ যাদবের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানা ঠিক নয়।
এদিকে এই শুনানি চলাকালীন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি প্রশ্ন করেন, নির্যাতিতার পরিবারকে রাজ্যের এই মামলা সম্পর্কে জানানো হয়েছে? জবাবে পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় বলেন, এই বিষয়ে নিহত তরুণী চিকিৎসকের পরিবার কিছু জানে না। একথা শোনার পর জাস্টিস বসাক বলেন, আগামী সোমবার তিনি নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন। এরপরেই এই মামলা আদৌ গ্রহণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত।