বাংলাহান্ট ডেস্ক: বিগত বছরগুলিতে দেশের (India) বাজারে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে খাদ্যদ্রব্যের দাম। এমন পরিস্থিতিতে নিম্নবিত্তদের যে পকেটে টান পড়ছে সে কথা বলতে শুরু করেছেন অনেকেই। এমনকি গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে বিরোধী দলগুলির অন্যতম প্রধান ইস্যু ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি (Price Hike)।
ভারতে (India) সরকারি প্রকল্পের বাজিমাত
যদিও গত লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণ ব্যবধানে জয়যুক্ত হয় ক্ষমতাসীন এনডিএ সরকার। এমনকি বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে জয়লাভ করে ক্ষমতাসীন সরকার। এই আবহেই ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস যে তথ্য দিচ্ছে তাতে কিন্তু নিম্নবিত্তদের (Lower Class) ব্যয়ের খরচ কমার বদলে বৃদ্ধির চিত্রই দেখা যাচ্ছে।
আরোও পড়ুন : রক্ষা নেই! এবার সঞ্জয়ের ফাঁসি হবেই? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল খোদ CBI
বিভিন্ন মহল থেকে তাই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে লক্ষীর ভান্ডার, কিষান সম্মান যোজনার মতো প্রকল্পই (Government Scheme) কি নিম্নবিত্তদের ব্যয় বাড়ানোর নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করছে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসের তথ্য বলছে, ভারতের গ্রামীণ অঞ্চলের ‘গৃহস্থালী খরচ’ ২০২৩ সালের অগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ছিল গড়ে মাসিক ৪১২২ টাকা।
আরোও পড়ুন : বিয়ের ২০ বছর পর ভাঙছে ঘর! স্ত্রী আরতির সাথে বিচ্ছেদের পথে শেহবাগ? বাড়ছে জল্পনা
হিসাব অনুযায়ী গত ১১ বছরে দেশের গ্রামীণ অঞ্চলের ‘গৃহস্থালী খরচ’ বৃদ্ধি পেয়েছে ৯.২ শতাংশ। এই সময়কালে শহরাঞ্চলে ‘গৃহস্থালী খরচ’ ছিল ৬৯৯৬ টাকা। তথ্যের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, একই সময়কালে দেশের শহরাঞ্চলে ‘গৃহস্থালী খরচ’ বৃদ্ধি পেয়েছে ৮.৫ শতাংশ। এই হিসাব থেকেই স্পষ্ট শহরের তুলনায় গ্রামের বাসিন্দারা খরচ করছেন বেশ খানিকটা বেশি।
তবে সাম্প্রতিক সময়ে দেশের বাজারে একটা ধারণা তৈরি হয়েছে ক্রমাগত মূল্যস্ফীতির ফলে পকেটে টান পড়েছে নিম্নবিত্তদের। যদিও এনএসও-র সমীক্ষা সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। শহরের উচ্চবিত্তদের তুলনায় গ্রামের নিম্নবিত্ত মানুষদের মাসিক খরচ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সেই তুলনায় ব্যয় কমিয়েছেন উচ্চবিত্তরা।
২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে মাসে গড়ে ৩৭৫ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে নিম্নবিত্তদের। গ্রামাঞ্চলে সেই পরিমাণ ৩০৪ টাকা। এই পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন বিভিন্ন সরকারি প্রকল্প সহায়ক হয়ে উঠছে নিম্নবিত্তদের জন্য। তাই শহরের তুলনায় গ্রামে বসবাসকারী নিম্নবিত্ত মানুষদের মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে খুব একটা অসুবিধা হচ্ছে না।