দার্জিলিংয়ের ভাবছেন, অথচ কিনছেন নেপালের চা? এবার কড়া নির্দেশ দিয়ে দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ দার্জিলিংয়ের চা (Darjeeling Tea) বলতে অজ্ঞান বহু মানুষ! যেমন স্বাদ, তেমনই গন্ধ! তবে সেই দার্জিলিংয়ের চা বলেই নাকি দেদার বিকোচ্ছে নেপালের চা! যার ফলে ঠকছে সাধারণ মানুষ। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে এই নিয়ে মুখ খোলেন তিনি।

কী নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)?

বাইরের চা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল ফের একবার এই নিয়ে কথা বলেন তিনি। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, শ্রম দফতরের তরফ থেকে ভারতীয় চা পর্ষদকে লিখিতভাবে অনুরোধ করা হলেও সময়সীমা বাড়ানো হয়নি। জানা যাচ্ছে, চা পাতা তোলার মরসুম ২৩ দিন মতো এগিয়ে নিয়ে আসার অনুরোধ করা হয়েছিল। তবে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়নি। তাই এবার মুখ্যসচিবকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন নেপালের চা প্রসঙ্গে মমতা (Mamata Banerjee) বলেন, বাইরে থেকে কিছু চা আসছে। প্রসেস না করা নেপালের চা ঢুকছে। যে কারণে দার্জিলিং ও ডুয়ার্সের চায়ের ক্ষতি হচ্ছে। সেটাও দেখে নিতে হবে, বলেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তাঁর এই উদ্যোগে খুশি হয়েছেন চা বাগানের সঙ্গে জড়িত বেশ কয়েকটি সংগঠন। মমতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্ষুদ্র চা উৎপাদকের কনফেডারেশনও।

আরও পড়ুনঃ রক্ষা নেই! এবার সঞ্জয়ের ফাঁসি হবেই? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল খোদ CBI

উল্লেখ্য, দার্জিলিং, তরাই ডুয়ার্সের চা উৎপাদকরা নেপালের চা (Nepal Tea) নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন। যেভাবে দার্জিলিংয়ের বলে নেপালের চা দেদার বিকোচ্ছে, তাতে শুধু ভারত নয়, বিদেশের বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত তাঁদের। যার ফলে সামগ্রিকভাবে ক্ষতির মুখে পড়বে রাজ্যের চা বাগানগুলি।

Mamata Banerjee

এছাড়া দার্জিলিংয়ের চা বলে নেপালের চা বিক্রি হওয়ায় ঠকছে সাধারণ মানুষ। জানা যাচ্ছে, কোথাও দার্জিলিংয়ের চায়ের সঙ্গে নেপালের চা মিশিয়ে বিক্রি করা হচ্ছে। বুঝতে না পেরে সেটাই কিনছেন ক্রেতারা। কোথাও আবার দার্জিলিংয়ের ভেবে নেপালের চা কিনে নিচ্ছেন অনেকে। এবার এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর