এক কামরার ঘরে দিনযাপন, আজ বাংলা সেরা নায়িকা! ‘পারুল’ ঈশানীর জীবনকাহিনি হার মানাবে সিনেমাকেও

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে না হতেই টিআরপির খেলা ঘুরিয়ে দিয়েছে ‘পরিণীতা’ (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকার প্রথম দিকে থেকেছে। ভিন্ন ধরণের গল্প আকৃষ্ট করেছে দর্শকদের। বিশেষ রায়ান-পারুলের রসায়ন হু হু করে টিআরপি বাড়িয়েছে পরিণীতার। পরপর দু সপ্তাহ ধরে বাংলা সেরার স্থান দখল করে আসছে ধারাবাহিকটি।

পরিণীতা সিরিয়ালে নজর কেড়েছেন ঈশানী (Ishani Chatterjee)

দুই ইউনিভার্সিটির পড়ুয়া নায়ক নায়িকা, এমন গল্প বাংলা টেলিভিশনে খুব একটা দেখা যায় না। তাই স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে পারুল অর্থাৎ ঈশানী চট্টোপাধ্যায়ও (Ishani Chatterjee) নিজের জান প্রাণ লড়িয়ে দিয়েছেন দর্শকদের মনোরঞ্জনে। জানলে অবাক হবেন, এটাই তাঁর প্রথম সিরিয়াল। কিন্তু তাঁর অভিনয় দক্ষতা নজর কেড়ে নিয়েছে সকলের।

Parineeta serial ishani chatterjee life story is very inspiring

লড়াই করে বড় হয়েছেন পারুল: ন্যাড়াগোয়ালের মেয়ে পারুলের প্রতিবাদী এবং দৃঢ় মানসিকতা চরিত্রটিকে পরিপূর্ণ করে তুলেছে। বাস্তবেও ঈশানী একই রকম। ছোট থেকে দারিদ্র্য সঙ্গী করে বড় হয়েছেন তিনি। শোনা যায়, এক সাধারণ পরিবারের মেয়ে ঈশানী (Ishani Chatterjee)। বড় হয়েছেন এক কামরার ঘরে। বাবা কন্ডাকটরের কাজ করতেন, মা সেলাইয়ের কাজ করে সংসারে সাহায্য করতেন।

আরো পড়ুন : টাকা নিয়েও আসেননি, দিয়েছেন হুমকিও! জারিনের বিরুদ্ধে মামলায় বিস্ফোরক রায় কলকাতা হাইকোর্টে

মা চেয়েছিলেন ডাক্তারি পড়াতে: জানা যায়, ঈশানীর (Ishani Chatterjee) মা চেয়েছিলেন মেয়েকে ডাক্তারি পড়াতে। কিন্তু অভাবের সংসারে তা আর হয়ে ওঠেনি। একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে ঈশানী (Ishani Chatterjee) বলেছিলেন, ছোটবেলায় একটি স্টলে বসে পড়াশোনা করতেন তিনি। পরে সেটা মুদির দোকান করা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি ওই মুদির দোকানেও বসতেন ঈশানী।

আরো পড়ুন : পুলিশের গুলিতে খতম ভিলেন, ‘হরগৌরী’র পর দাঁড়ি পড়ছে জলসার আরেক মেগার গল্পে!

ছোট থেকে সংগ্রাম করে বড় হয়েছেন ঈশানী। মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। কিন্তু বেঙ্গালুরুতে যাওয়ার পথেই মারা যান তিনি। নিজের অদম্য মনের জোরে এত প্রতিকূলতা সত্ত্বেও সাফল্য পেয়েছেন ঈশানী। আজ সমগ্র বাংলার দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর