বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) ও চিনের (China) দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চিন সফরে যাচ্ছেন ভারতের (India) বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জানা গেছে, আগামী সপ্তাহে চিনের উপ বিদেশমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন ভারতের (India) বিদেশ সচিব (Foreign Secretary) বিক্রম মিশ্রি।
চিনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ভারত (India)
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) বাহিনী পিছিয়ে নেওয়ার পরবর্তী সময়কালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে আগামী সপ্তাহে বেজিং উড়ে যাবেন ভারতের বিদেশ সচিব। গত ২ মাস ধরে সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের আলোচনার পর আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বৈঠকে বসবেন দুই দেশের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীরা।
গত ২১ অক্টোবর ভারত ও চিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছনোর পরপরই বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি জি জিনপিং। রাশিয়ায় অনুষ্ঠিত সেই বৈঠকে সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে।
আরোও পড়ুন : এক কামরার ঘরে দিনযাপন, আজ বাংলা সেরা নায়িকা! ‘পারুল’ ঈশানীর জীবনকাহিনি হার মানাবে সিনেমাকেও
বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার বিক্রম মিশ্রির চিন সফরের ঘোষণা করে জানায়, আগামী সপ্তাহে ভারতের বিদেশ সচিব বেজিং যাচ্ছেন ভারত ও চিনের মধ্যে বিদেশ সচিব-উপমন্ত্রীর বৈঠকে যোগদান করতে। সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তার কথায়, ভিসা বিধি শিথিল করা ও সরাসরি বিমান পরিষেবা চালু করার বিষয়ে চাপ সৃষ্টি করছে চিন।
আরোও পড়ুন : সৎ মা’কে ধর্ষণের চেষ্টার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে! অভিযুক্তদের আগাম জামিন দিল হাইকোর্ট
এক বিবৃতিতে জানানো হয়, ‘রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানুষে মানুষে সহ ভারত-চিন সম্পর্কের পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করার জন্য নেতৃত্বের স্তরে চুক্তি থেকে এই দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়েছে।’ তবে জাতীয় সুরক্ষার বিষয়টি উল্লেখ করে ‘ধীরে চলো’ নীতি নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই আধিকারিক জানিয়েছেন যে, ‘আমাদের কাছে সবকিছুই জাতীয় নিরাপত্তা থেকে আসে। একবার এটি সমাধান হয়ে গেলে, অন্যান্য সমস্ত সমস্যা অনুসরণ করা হবে, উপরে উদ্ধৃত ব্যক্তিদের মধ্যে একজন বলেছিলেন। ‘চিন চায় ভিসা এবং ফ্লাইটের সমস্যাগুলি তাড়াহুড়ো করে সমাধান করা হোক, তবে সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার কারণ রয়েছে।’