তুলকালাম কাণ্ড! এবার সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হেভিওয়েট সাংসদদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। জাতীয় রাজনীতিরও পরিচিত মুখ শ্রীরামপুরের এমপি। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, সাসপেন্ড করা হয়েছে কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

কল্যাণ (Kalyan Banerjee) সহ ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড!

জানা যাচ্ছে, এদিন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ওয়াকফ বিল সম্বন্ধিত আলোচনার সময় পরিস্থিতি তেতে ওঠে। জেপিসির (JPC) বৈঠক এবং জেপিসির কাজ নিয়ে আপত্তি তোলা হয় বলে খবর। প্রথমে বিরোধিতা, এরপর তা বাদানুবাদের পর্যায়ে পৌঁছে যায়। এরপরেই নেওয়া হয় সাসপেন্ড করার সিদ্ধান্ত!

জানা যাচ্ছে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ (Kalyan Banerjee) সহ ১০ জন বিরোধী সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়েছে। এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে মার্শাল ডাকতে হয়। বিরোধী সাংসদরা অভিযোগ তুলেছেন, যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি মানা হচ্ছে না। আগে থেকে সরকার তাদের অবস্থান নির্ধারণ করে আসছে। সেই অনুসারেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত।

বিরোধী সাংসদদের অভিযোগ, স্রেফ লোক দেখানো বৈঠক করা হচ্ছে। বিরোধীদের নিজেদের বক্তব্য রাখার সুযোগটুকুও দেওয়া হচ্ছে না। নিজেদের মতামতকেই ফাইনাল রিপোর্ট হিসেবে দেখানো হচ্ছে। জানা যাচ্ছে, এদিন প্রথমে বিরোধিতা, এরপর বাদানুবাদ হয়। শেষমেষ কল্যাণ সহ ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল (TMC) সাংসদ।

আরও পড়ুনঃ ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে বিরাট সিদ্ধান্ত! পুলিশকে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

সাসপেন্ড হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ হচ্ছে। জমিদারি চলছে। কোনও কথাই শোনেন না চেয়ারম্যান। বিরোধীদের কোনও সম্মান দেওয়া হয় না। আমাদের বাড়ির কাজের লোক মনে করে’। পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।

Kalyan Banerjee

পদ্ম নেতা বলেন, ‘কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গতবার যিনি সংসদীয় বৈঠকে কাঁচের বোতল ভেঙেছিলেন? যার বোতল ভাঙার অভ্যেস রয়েছে? তিনি চেয়ারম্যানের সঙ্গে কী ভাষা প্রয়োগ করতে পারেন বুঝুন! চেয়ারম্যান সংসদীয় নিয়ম মেনেই কাজ করছেন। বিরোধীদের যা কিছু বলার, সেটা শিষ্টাচার মেনে বলতে পারতেন। স্টেকহোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বৃদ্ধি করা হয়েছে’।

এদিকে গত অধিবেশনেই জানিয়ে দেওয়া হয়েছিল, আসন্ন বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির রিপোর্ট জমা করতে হবে। তবে তার আগে এদিন ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাসপেন্ড করা হয় কল্যাণ (Kalyan Banerjee) সহ ১০ জন বিরোধী সাংসদকে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর