বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ব্র্যান্ডগুলি গ্লোবাল লেভেলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর সেই তালিকায় টাটা গ্রুপ (Tata Group) সবার প্রথমে রয়েছে। ইতিমধ্যেই একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, টাটার ব্র্যান্ড ভ্যালু ১০ শতাংশ বেড়ে ৩১.৬ বিলিয়ন ডলার হয়েছে। এই প্রথম কোনও ভারতীয় গ্রুপের ব্র্যান্ড ভ্যালু এই অঙ্কে পৌঁছেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টাটা গ্রুপ টানা ১৫ বছর ধরে দেশের (India) সবচেয়ে মূল্যবান গ্রুপের শিরোপা ধরে রেখেছে। এক বছর আগে এই ভ্যালুয়েশন ছিল ২৮.৬ বিলিয়ন ডলার. যা এবার ১০ শতাংশ বেড়েছে।
নজির গড়ল টাটা গ্রুপ (Tata Group):
১০০ টি ব্র্যান্ডের তালিকায় ৬০ নম্বরে রয়েছে টাটা: ডাভোস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ টি ব্র্যান্ডের তালিকায় টাটা গ্রুপ (Tata Group) রয়েছে ৬০ নম্বর স্থানে। টাটা গ্রুপ AAA- ব্র্যান্ড স্ট্রেন্থ রেটিং ধরে রেখেছে। জানিয়ে রাখি যে, এই গ্রুপের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা এবং তিনি টাটা পরিবার থেকে এসেছেন। তিনি প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার ভাই। এদিকে, এর পরে বিমা কোম্পানি LIC দ্রুত বর্ধনশীল ভারতীয় ব্র্যান্ডের তালিকায় স্থান পেয়েছে। কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু ৩৬ শতাংশ বেড়ে ১৩.৩ বিলিয়ন ডলার হয়েছে। লাইকর ব্র্যান্ড স্ট্রেংথ ইনডেক্স (BSI) ভালো এবং এর গ্লোবাল র্যাঙ্কিং ৮৮।
হেলথ ইন্সুরেন্সের ব্যবসা শুরু করায় লাভবান LIC: জানিয়ে রাখি, হেলথ ইন্সুরেন্সের ব্যবসা শুরু করার পর সুবিধা পেয়েছে LIC। দেশের আইটি কোম্পানিগুলিও দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইনফোসিস বিশ্বের তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছরের তুলনায়, এই কোম্পানির ভ্যালুয়েশন ১৫ শতাংশ বেড়ে ১৬.৩ বিলিয়ন ডলার হয়েছে। গত পাঁচ বছরে, কোম্পানিটি তার প্রতিযোগীদের তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশ্বস্তরে কোম্পানির র্যাঙ্ক হল ১৩২।
আরও পড়ুন: বিয়ের ২০ বছর পর ভাঙছে ঘর! স্ত্রী আরতির সাথে বিচ্ছেদের পথে শেহবাগ? বাড়ছে জল্পনা
এদিকে, ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরও বিশ্ব তালিকায় জায়গা করে নিয়েছে। যার মধ্যে HDFC ব্যাঙ্ক (১৪.২ বিলিয়ন ডলার), SBI (৯.৬ বিলিয়ন ডলার), ICICI ব্যাঙ্ক (৬.৪ বিলিয়ন ডলার) রয়েছে। এর পাশাপাশি এয়ারটেল ৭.৭ বিলিয়ন ব্র্যান্ড মূল্যের সাথে তার অবস্থান বজায় রেখেছে।
আরও পড়ুন: ভারতের একটি পদক্ষেপেই ধরাশায়ী হয় মলদ্বীপ! ভুল বুঝতে পেরেই “প্রায়শ্চিত্ত” মুইজ্জুর
Apple আবার এক নম্বরে: গ্লোবাল পর্যায়ে Apple ১১ শতাংশ বৃদ্ধির সাথে ৫৭৫.৪ বিলিয়ন ডলার সহ সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। এর পর মাইক্রোসফটের ভ্যালুয়েশন ৩৫ শতাংশ বেড়ে ৪৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া তিন নম্বরে থাকা গুগুলের ভ্যালুয়েশন ২৪ শতাংশ বেড়ে ৪১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে, ইতিমধ্যে, WeChat ৯৫.২-এর BSI স্কোর সহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে।