ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা! অবস্থা আশঙ্কাজনক! ভর্তি কলকাতার হাসপাতালে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। এবার সেখান থেকেই সামনে আসছে বড় খবর! খোদ অভিষেক-গড়ে গুলিবিদ্ধ শাসকদলের নেতা। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিষেক-গড়ে গুলিবিদ্ধ তৃণমূল (Trinamool Congress) নেতা!

কয়েকদিন আগেই মালদহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা ঘটেছিল। তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মাঝেই জানা গেল, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নোদাখালিতে গুলিবিদ্ধ হয়েছেন শাসকদলের আরেক নেতা। এদিন সকাল ১১টা নাগাদ ডোঙারিয়া মনসাতলা অঞ্চলে ঘটনাটি ঘটে বলে খবর। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণ মণ্ডল। দিনেদুপুরে গুলি চালনার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যাচ্ছে, এদিন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণ। সেই সময় আচমকাই বাইকে চেপে ৩ জন দুষ্কৃতী এসে তাঁর ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা এমনটাই দাবি করেছেন। এরপর গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল (TMC) নেতাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ জোর ধাক্কা! এবার সোজা কেড়ে নেওয়া হবে লাইসেন্স! সরকারের এক পদক্ষেপে তোলপাড়

মালদহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার পর মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জায়গায় এমন গুলি চালনার ঘটনা সামনে এসেছে। অনেকেরই দাবি, এর পিছনে রয়েছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক নিজে দলের গোষ্ঠীকোন্দলের কথা মেনে নিয়েছিলেন। এবার তাঁর লোকসভা কেন্দ্রেই গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা।

trinamool congress tmc flags

অভিষেক বলেছিলেন, ‘বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, এসব ভেবে বাংলায় তদন্ত হয় না। তদন্তের মতো করে তদন্ত হয়। সেখানে যে কারোর যোগসাজশ থাকুক না কেন, সেটা সামনে আসে’।

এখানেই না থেমে তৃণমূল (Trinamool Congress) সাংসদ সেদিন আরও বলেছিলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রীও। মালদহের ঘটনায় তৃণমূলেরই একজন নেতা গ্রেফতার হয়েছেন। বাম জমানায় এই রকম একটিও উদাহরণ নেই। তবে এই রাজ্যের বর্তমান সরকার দোষীদের আড়াল করে না। সে তিনি যে-ই হোন না কেন’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X