ঝাঁটা হাতে রাস্তায় নামলেন দলীয় বিধায়ক

রাজীব মুখার্জী, হাওড়া

রামরাজাতলা এলাকায় রাস্তায় পড়ে থাকা জঞ্জাল আজ কে সকালে নিজেই ঝাঁটা হাতে হাওড়া পুরসভার অধীনে রামরাজাতলা এলাকায় রাস্তা সাফাইয়ের কাজে নেমেছিলেন ৮০ বছর বয়সী শাসক দলের এই বিধায়ক।
যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন মানুষের হয়ে কাজ করবো।

এভাবেই বললেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও নব নিযুক্ত হাওড়া পুরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটরের অন্যতম সদস্য জটু লাহিড়ী। । তিনি জানান তিনমাসের একটি লক্ষমাত্রা নেওয়া হয়েছে। প্রতি বুধবার একেকটি এলাকা ধরে সেখানে সাফাই অভিযান চলবে। আজকে চপলা দেবী হাই ড্রেনের পেছনের রাস্তা দিয়ে শুরু করা হয়েছে।

IMG 20190717 174325
প্রসঙ্গত হাওড়া পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও নির্বাচন না হওয়াতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় রাজ্য সরকার গঠন করেছে বোর্ড অফ এডমিনিষ্ট্রেটর। কয়েকদিন আগেই হাওড়া পুরসভার প্রাক্তন এমএম আই সি বিভাস হাজরা এই চপলা দেবী হাইড্রেনের জঞ্জাল পরিষ্কার নিয়ে অভিযোগ করেছিলেন ও বলেছিলেন পুরসভার গুরুত্ব দিয়ে কাজ করছে না। প্রশ্ন তুলে ছিলেন পুরসভার পরিষেবা দেওয়া নিয়েও। শাসকদলের প্রাক্তন পৌর প্রতিনিধির এহেন প্রকাশ্য অভিযোগে দল কে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়। সেই পরিস্থিতি কে সামাল দিতেই এহেন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। ঠিক বর্ষা কাল চলাকালীন এই ধরণের উদ্যোগ কতটা কার্যকর হবে ও কেন বর্ষা কাল আসার আগেই পদক্ষেপ নেওয়া হলো না এই প্রশ্নও উঠছে এই মুহুর্তে

সম্পর্কিত খবর