বাংলাহান্ট ডেস্ক : মহিলা মহলের হার্টথ্রব নায়ক। রয়েছে দীর্ঘদিনের ‘বেঙ্গল টপার’ সিরিয়ালের (Serial) রেকর্ড। কিন্তু কামব্যাক করার পরেই ফের ফর্ম খুইয়েছেন অভিনেতা। নতুন ধারাবাহিকে টিআরপিই উঠছে না। জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েছে এমন নয়। তবে? প্রায় একই সঙ্গে শুরু হওয়া অন্য সিরিয়াল (Serial) ছক্কা হাঁকালেও গতি নেই এই ধারাবাহিকে।
টিআরপি তুলতে ব্যর্থ সিরিয়াল (Serial)
জি বাংলার নতুন সিরিয়ালগুলির মধ্যে অন্যতম নাম ‘মিত্তির বাড়ি’। এই সিরিয়ালে (Serial) প্রথম বার জুটি বেঁধেছেন আদৃত রায় এবং পারিজাত চৌধুরী। এর আগে প্রথম ধারাবাহিকেই রেকর্ড গড়ার সুনাম রয়েছে আদৃতের। তাঁর আর সৌমিতৃষা কুণ্ডু জুটির ‘মিঠাই’ সিরিয়ালটির জনপ্রিয়তা নিয়ে আজো চর্চা হয়। কিন্তু মিত্তির বাড়ি তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি।
কেন এমন হাল: একসময় ‘উচ্ছেবাবু’র ক্রেজে কার্যত পাগল ছিল মহিলা মহল। কিন্তু এবারের টিআরপিই বলে দিচ্ছে, কিছুটা হলেও ফিকে পড়েছে আইনজীবী ধ্রুব। অন্যদিকে কিছুদিন আগে শুরু হওয়া ‘পরিণীতা’ (Serial) ঝোড়ো ব্যাটিং করে ছিনিয়ে নিয়েছে বাংলা সেরা তকমা। কোথায় পিছিয়ে পড়ছে ধ্রুব জোনাকি জুটি?
আরো পড়ুন : ব্যান হয়েছিলেন টলিউড থেকে, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় সিরিয়ালের নায়ক
প্রকাশ্যে এল প্রোমো: শেষমেষ টিআরপি আনতে এবার বড় টুইস্ট আসতে চলেছে সিরিয়ালে (Serial)। সম্প্রতি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে মিত্তির বাড়ির (Serial)। সেখানে ‘পুষ্পা’ স্টাইলে নাচ করতে দেখা গিয়েছে ধ্রুব জোনাকি ওরফে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীকে। রঘু ডাকাত ওরফে রঘু রাইকে ধরতেই এই ছদ্মবেশ ধ্রুব জোনাকির। কিন্তু এই প্রোমো দেখেই কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ। ট্রোলের সঙ্গে সঙ্গে উঠছে নায়িকা বদলের দাবিও।
আরো পড়ুন : দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান, বাংলার মুখ উজ্জ্বল করে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অরিজিৎ
উল্লেখ্য, শেষ সপ্তাহেও তেমন আশাপ্রদ হয়নি মিত্তির বাড়ির টিআরপি। এমনকি স্টার জলসার ‘শুভ বিবাহ’র কাছে স্লট খুইয়েছে এই সিরিয়াল। আগামী ২৭ থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত চলবে ‘ধুন্ধুমার ৫ দিন’। তারপর টিআরপিতে কী ফারাক আসে সেটাই দেখার অপেক্ষা।