পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমেরএই যুক্তি শোনার পর রাজ্যের পরিবহন মন্ত্রী ও সচিব এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক চালক এবং কন্ডাক্টর নিয়োগের কথা নবান্নের নজরে আনেন। এই নিয়োগে সায় দিয়েছে অর্থ দপ্তর-ও। যদিও এসবিএসটিসি ৮২৪ জন এবং এনবিএসটিসি ২০০ জন চালক ও কন্ডাক্টর নিয়োগের প্রস্তাবে এখনই কোনো ছাড়পত্র দেয়নি নবান্ন (Nabanna)।
আরও পড়ুন: ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের মুকুটে নতুন পালক! ‘পদ্মশ্রী’ পেয়ে কী প্রতিক্রিয়া তাঁর?
এস বি এস টি সি চেয়ারম্যান সুভাষ মন্ডল এ প্রসঙ্গে জানিয়েছেন, এখন প্রত্যেক দিন ৬৫০ টি বাস পথে নামানো হচ্ছে। তবে তাদের লক্ষ্য সংখ্যাটা হাজারে নিয়ে যাওয়া। দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় বাস পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই তাদের প্রয়োজন মোট ১,৩৩০ জন চালক। কিন্তু তাঁদের হাতে রয়েছেন ৮৮০ জন চালক এবং ৯৫৬ জন কন্ডাক্টর। তাই তাঁদের প্রয়োজন আরও ৪৫০ জন চালক ও ৩৭৪ জন কনডাক্টর।
লোকের অভাবে এনবিএসটিসি বয়স্ক ২০৯ জন কন্ডাক্টরকে অফিসের বিভিন্ন কাজে ব্যবহার করছে। এছাড়াও ১০০ জন চালককে ছোট গাড়ি, গ্যারাজ, ওয়াশিং ইনচার্জের কাজে যুক্ত করা হয়েছে। নিগম আধিকারিকরা জানিয়েছেন, প্রত্যেকদিন ৭০০ বাস রাস্তায় নামাতে গেলে ২০০ জন চালক আর কন্ডাক্টর দরকার।