হঠাৎ সুপ্রিম কোর্টে আইনজীবী বদল পশ্চিমবঙ্গ সরকারের! এবার আস্থা এই ‘দাপুটে’ অ্যাডভোকেটের উপর

বাংলা হান্ট ডেস্কঃ নয়া বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এতদিন দেশের সর্বোচ্চ আদালতে রাজ্যের হয়ে আর সওয়াল করতেন আইনজীবী আস্থা শর্মা। এবার তাকে সরাচ্ছে রাজ্য সরকার। তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী কুণাল মিমানিকে। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

কেন এই সিদ্ধান্ত রাজ্যের? West Bengal Government

রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেট বদল করা হয়েছে। বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়েই সর্বোচ্চ আদালতে অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, আরজি কর মামলাতেও প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের হয়ে সওয়াল করেছেন আস্থা শর্মা।

আর জি কর আবহেই আস্থা শর্মাকে হঠাৎ সরিয়ে দেওয়া নিয়েও নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। ঠিক কেন আস্থাকে সরানো হল, সেই নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি রাজ্য সরকার। ওদিকে কুণাল মিমানি পেশাদার আইনজীবী। এই ফিল্ডে ১১ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। রাজ্যের নতুন আইনজীবীকে এতদিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে দেশের নানান আদালতে।

Supreme Court Of India

আরও পড়ুন: বদলের বাংলাদেশে বড় অঘটন! পদ থেকে সরলেন ছাত্র আন্দোলনের বড় মুখ, এবার কি তবে সরকারের পতন?

পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস ইউনিটের হয়েও আদালতে সওয়াল করেছেন কুণালবাবু। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়েও সওয়াল করেছেন তিনি। সেই কুণালই এ বার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নয়া মুখ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর