ভুয়ো গোয়েন্দাগিরির অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদব মামলায় বুধবার আন্তর্জাতিক আদালত (ICJ) নিজেদের সিদ্ধান্ত শুনিয়ে দেয়। ইন্টারন্যশানাল কোর্ট অফ জাস্টিস (ICJ) ভারতের পক্ষে রায় দেয়। আদালত জানায়, পাকিস্তান ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে। আদালত পাকিস্তানের সিদ্ধান্তকে পুনর্বিচার করার নির্দেশ দিয়েছে।
এই মামলায় শেষ শুনানি ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আদালতে হয়েছিল। আজকের এই রায়ে ভারত আর পাকিস্তান দুই দেশই নজর লাগিয়ে বসেছিল। কুলভূষণের মামলার রায় ভারতের পক্ষে আসা ভারতের বিশাল জয় বলেই ধরা হচ্ছে।
পাকিস্তানের সেনা আদালত ২০১৭ সালে এপ্রিল মাসে গোয়েন্দাগিরি এবং সন্ত্রাসবাদের মিথ্যে অভিযোগ কুলভূষণ যাদব-র উপর চাপিয়ে ওনাকে ফাঁসির সাজা শুনিয়েছিল। আর ভারত সেই সাজা ঘোষণার বিরোধিতা করে, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে এই মামলা নিয়ে গেছিল। নেদারল্যান্ডের হেগ-এর পিস প্যালেসে বুধবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ কুলভূষণ যাদব মামলার রায় শোনানো হয়। এই রায় আদালতের প্রধান বিচারক আবদুলকাবী আহমেদ ইউসুফ শোনাবেন।
এই বহু চর্চিত মামলার রায় আসার পাঁচ মাস আগে, প্রধান বিচারক আবদুলকাবী আহমেদ ইউসুফ এর নেতৃত্বে ১৫ সদস্যের বেঞ্চ ভারত আর পাকিস্তানের মৌখিক দলিল শোনার পর ২১ ফেব্রুয়ারি নিজেদের রায় সুরক্ষিত রেখেছিল। এই মামলা সম্পূর্ণ হতে দুই বছর দুই মাসে লেগে গেলো।
পাকিস্তানি বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মোহম্মদ ফৈসল বলেন, পাকিস্তান আন্তর্জাতিক আদালতে এই মামলা নিয়ে অনেক প্রমাণ দিয়েছে। অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মোহম্মদ ফৈসল-এর সুত্র থেকে জানিয়েছে যে, পকিস্তান এই মামলায় জয়ে আশাবাদী এবং রায় যাই হোক না কেন, পাকিস্তান স্বাগত জানাবে।