বস্তাবন্দী একটি কঙ্কাল উদ্ধার বাঁকুড়ার ইন্দাসে

Published On:

নিজস্ব সংবাদদাত,বাঁকুড়া: বস্তাবন্দী একটি কঙ্কাল উদ্ধার হল বাঁকুড়ার ইন্দাসের সামরোঘাট এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে দ্বারোকেশ্বর নদীর সামরোঘাট এলাকার নগর গ্রামে একটি বস্তা ভেসে আসতে দেখে স্থানীয়রা।

 

পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় ইন্দাস থানায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠিয়েছেন।

তবে কোথা থেকে কিভাবে এই বস্তা ভর্তি কঙ্কাল নদীতে এলো তার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।

X