বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। টেলিভিশন দিয়ে শুরু করে বড়পর্দায় সফল কেরিয়ার গড়ে ফের সিরিয়ালে কামব্যাক করছেন তিনি। জি বাংলার আসন্ন ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা যাবে জিতুকে (Jeetu Kamal)। তাঁকে নতুন প্রোমোতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এর মাঝেই নতুন করে বোমা ফাটালেন জিতু।
জিতুর (Jeetu Kamal) পাশে কে ওই রহস্যময়ী
অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। কাশ্মীর থেকে কিছু ছবি শেয়ার করেছেন জিতু (Jeetu Kamal)। সামনের বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। পাশে এক রহস্যময়ী। দুজনেরই পিঠ ক্যামেরার দিকে। ছবিগুলি শেয়ার করে জিতু (Jeetu Kamal) লিখেছেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত, ধন্যবাদ বিশ্ব’।
কী বলছেন নেটিজেনরা: ছবিগুলি দেখেই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। জিতুর (Jeetu Kamal) পাশে কে ওই রহস্যময়ী? একজন প্রশ্ন করেছেন, ‘পাশে ওটা কে নবনীতা?’ আরেকজন আবার দাবি করেছেন, উনি শ্রাবন্তী। আরেকজন মন্তব্য করেছেন, শুধুমাত্র নবনীতাকেই জিতুর ‘ইউনিভার্স’এ মানায়।
আরো পড়ুন : পরপর শুনানি খারিজ, দু’মাস ধরে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ, বাংলাদেশ নিয়ে এবার বোমা ফাটালেন সন্ন্যাসীর মা
কাশ্মীরে কী করছেন অভিনেতা: তবে জিতুর (Jeetu Kamal) পাশে উনি নবনীতা বা শ্রাবন্তী কেউই নন। উনি দিতিপ্রিয়া রায়। কিছুদিন আগেই জানা গিয়েছিল, এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় বরফে ঢাকা ভূস্বর্গের ছবি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া এবং জিতু (Jeetu Kamal)। জানা গিয়েছে, দ্বিতীয় প্রোমোর শুটিং করতেই কাশ্মীর পাড়ি দিয়েছে সিরিয়ালের টিম, যা বাংলা সিরিয়ালের ক্ষেত্রে প্রথম। এর আগে সিরিয়ালের শুটিংয়ে বাংলার বাইরে গেলেও প্রোমোর শুটিং করতে কাশ্মীর যাওয়া প্রথম হল তোমাকে ভালোবেসে-র ক্ষেত্রেই।
আরো পড়ুন : নির্মলার অষ্টম বাজেটে হতে চলেছে বড় ঘোষণা! লাইভ দেখতে কখন-কোথায় চোখ রাখবেন? জেনে নিন
প্রসঙ্গত, প্রথম প্রোমো থেকেই টের পাওয়া গিয়েছে, আদ্যোপান্ত প্রেমের গল্প হতে চলেছে এটি। এসভিএফ এর প্রযোজনায় এই আসন্ন মেগা নিয়ে দিনদিন উৎসাহ বাড়ছে দর্শকদের। এবার কাশ্মীর থেকে কেমন প্রোমো আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।