BanglaHunt : রাতে বিলোনিয়া মহকুমার জিপতলী বাজারে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিলোনিয়া মহকুমার জিপতলী বাজারে পথ অবরোধ করে স্থানীয় মানুষ। সকাল ১০ টা থেকে চলতে থাকে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।
স্বার্থান্বেষীরা বিলোনিয়া মহকুমার জিপতলী বাজারে অশান্তি ছড়ানোর চেষ্টা করে। তখন বিজেপি কর্মীরা বাধা দান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটণায় জড়িত দের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায় তারা। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক। তিনি গিয়ে কথা বলেন অবরোধ কারীদের সঙ্গে। পরে তিনি জানান এই ঘটনায় দলিয় কর্মী যারা আহত হয়েছেন তাদের ব্যক্তিগত ভাবে সহায়তা প্রদান করবেন তিনি। একই সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জলের ট্যাঙ্ক নির্মাণ করে দেবেন।
কিছু লোক দলের মধ্যে নতুন করে ঢুকে এই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি করেছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর পর ২ টো নাগাদ পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারিরা।