বাংলাহান্ট ডেস্ক: তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি বকরি ঈদে গরু বলি না দেওয়ার আর্জি জানিয়েছেন। বকরি ঈদ মুসলিমদের অন্যতম উৎসব। এই উৎসবের কেন্দ্রবিন্দু হলো গরু বলি দেওয়া।
এদিন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী বকরি ঈদ নিয়ে বলেন, “আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি গরু বলি থেকে বিরত থাকার জন্য। কারণ গরু কে সম্মান দিয়ে পূজা করা হয়। মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা ছাগল বা অন্য ছোট পশুকে বলি দিক।যদি এর পরেও গরুকে বলি দেওয়া হয় তাহলে পুলিশ আইনের পথে হাঁটবে।”
স্বরাষ্ট্র মন্ত্রীর এই নির্দেশিকার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে মুসলিম বলে। দাঙ্গার আশঙ্কাও ফেরানো যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয় এটাই এখন দেখার বিষয়।