“ভারতীয় ইঞ্জিনিয়াররা ৬দিন কাজ করতে চান না…..” এবার সমালোচনার মুখে CEO তরুণ!

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন ধরেই কর্মচারীদের কত ঘন্টা ডিউটি করা উচিত এই নিয়ে নানারকমের নিদান সামনে উঠে আসে। ইনফোসিস কর্তা, এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যনের মন্তব্য যেন গোটা দেশ জুড়ে সারা ফেলে দেয়। আর এরই মাঝে ভারতীয় (India) ইঞ্জিনিয়ারদের নিয়ে এক কোম্পানির CEO বিরাট মন্তব্য করলেন। যা শুনে রীতিমত রেগে লাল নেটাগরিকরা। বলা যায়, ভারতীয় ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে একপ্রকার অভিযোগ তুলেছেন তিনি।

ভারতীয় (India) ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযোগ কোম্পানির  CEO:

জানা গিয়েছে, যিনি অভিযোগ তুলেছেন তাঁর নাম বরুণ বুম্মাডি। যদিও তিনি ভারতীয় (India) বংশোদ্ভূত বলেই জানা গিয়েছে। বরুণের সংস্থার নাম গিগা এমএল। যা আসলে একটি অ্যাপ্লায়েড এআই ল্যাব। এই সংস্থাটি মূলত কাস্টমার কেয়ার পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। আর বরুণের দাবি, তিনি নিজের সংস্থার ভারতীয় শাখায় কর্মী নিয়োগ করতে গিয়ে বেজায় সমস্যায় পড়েছেন। কারণ তিনি জানিয়েছেন, বছরে ১ কোটি বা তারও বেশি টাকা বেতন পেলেও ভারতীয় ইঞ্জিনিয়াররা অধিকাংশই সপ্তাহে ছ’দিন কাজ করতে রাজি নন।

Company CEO big comments about engineer of India

শুধু এখানেই শেষ নয়, তাঁর দাবি ভারতীয় (India) ইঞ্জিনিয়াররা নাকি কঠোর পরিশ্রম করতে পারেন না।  তথ্য সূত্রে জানা গিয়েছে, বরুণ আইআইটি খড়গপুরের প্রাক্তনী। বর্তমানে থাকেন সান ফ্রান্সিস্কোয়। আর তিনি এবার সমাজ মাধ্যমে ভারতীয় ইঞ্জিনিয়ারদের বিরূদ্ধে বিরাট অভিযোগ তুললেন।

বরুণ নামের ওই ব্যক্তিটি এক্স হ্যান্ডেলে এই বিষয়টি নিয়ে জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের ভারতের অফিসে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করার সময় আমি একটি বিশেষ বিষয় লক্ষ্য করেছি। যদি কারও মূল বেতন বছরে ১ কোটি টাকাও হয়, তাহলেও তাঁরা কঠোর পরিশ্রম করতে রাজি নন। ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ, যাঁদের ৩ থেকে ৮ বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা কিছুতেই সপ্তাহে ছ’দিন কাজ করতে রাজি নন।” ভারতীয় ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে এমনই লিখেছেন তিনি।

আরও পড়ুন: ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’! হুমকি দিয়ে বিপাকে স্বাস্থ্য বিভাগের কর্মী! কড়া নির্দেশ দিয়ে দিলেন ফিরহাদ

আর বরুণের এই পোস্ট সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। বলা যায়, অনেক নেট নাগরিকই এর বিরূদ্ধে মন্তব্য করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “২৬ থেকে ৩২ বছর বয়সি লোকজন সপ্তাহে দু’দিন ছুটি কাটাতে চান। আর এটা আমার কাছে স্বাভাবিক।” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “অনেকের কাছে টাকার চেয়ে পরিবার সবার আগে অগ্রাধিকার পায়”। নেটাগরিকদের একাংশদের মতে, সংস্থা বেতন দিচ্ছে মানেই সে সংস্থার হয়েছে ৬ দিন কাজ করতে হবে, এমন কোনও কারণ নেই। বলা যায়, ভারতীয় (India) ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বরুণের এই মন্তব্য সমাজ মাধ্যমে বিরাট প্রভাব ফেলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর