৪ সপ্তাহের মধ্যে…! রাজ্যের ডাক্তারদের জন্য বড় খবর! বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের চিকিৎসকদের জন্য স্বস্তির খবর! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna), বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি সঞ্জয় কুমার। ইতিমধ্যেই তাঁদের সেই রায় নিয়ে শুরু হয়েছে চর্চা।

চিকিৎসকদের পক্ষে কী রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

রাজ্যের যে সকল চিকিৎসক (Doctors) ২০২২ সালের জুলাই মাসের মধ্যে পাঠ্যক্রম সম্পূর্ণ করেছেন, এবার তাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিকে মান্যতা দিল এদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে স্বস্তিতে ২০২২ সালের জুলাই মাসের মধ্যে পাঠ্যক্রম সম্পন্ন করে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ডাক্তাররা।

জানা যাচ্ছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর তথা পোস্ট গ্র্যাজুয়েট পাঠ্যক্রমে আবেদনকারী পড়ুয়াদের ভর্তির আবেদন পূর্ব নির্দেশে ২০২২ সালের অক্টোবর মাসে নাকচ হয়ে গিয়েছিল। কারণ ভর্তি হওয়ার সময়সীমা ছিল ২০১৯ সালের ৩১ মে অবধি। সেই রায় ফের বিবেচনা করার জন্য শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হন ওই ডাক্তাররা। এবার পূর্ব নির্দেশ ফের বিবেচনা করেই এই নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ পকেটে স্বস্তি! মাসের শুরুতে দাম কমল LPG সিলিন্ডারের, বাজেটের আগেই ধামাকা 

আদালতের রায় ঘোষণার পূর্বেই ২০২২ সালের জুলাই মাসে আবেদনকারীদের ডিগ্রি বরাদ্দ করা হয়ে গিয়েছিল। এই দিকে নজর রেখে আবেদনকারী চিকিৎসকদের ডিগ্রিকে সুপ্রিম মান্যতা দেওয়া হয়। জানা যাচ্ছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ দার্জিলিংয়ের চিকিৎসক প্রিয়ম্বদা শর্মা নামের এক আবেদনকারীর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। কারণ আগের নির্দেশ জারি হওয়ার সময়েও ওই চিকিৎসকের পাঠ্যক্রম সম্পন্ন হয়নি। তবে ওই চিকিৎসককে নিজের পাঠ্যক্রম সম্পন্ন করার সুযোগ দিয়েছে শীর্ষ আদালত।

Supreme Court

এই রায় দেওয়ার পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসকে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দুই প্রতিষ্ঠানকে যুগ্মভাবে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের মতে, এই দুই প্রতিষ্ঠানের জন্যই এই মামলার সূত্রপাত। আগামী ৪ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর