Budget 2025: এবারেও বড় চমক! বাজেট পেশ করতে কোন শাড়িতে সাজলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? রইল ‘তার’ ইতিহাস

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সকাল ১১টা থেকে বাজেট (Union Budget 2025) পেশ করতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এদিন সকাল ৯টার কিছু আগে অর্থ মন্ত্রকের দ্বারস্থ হন তিনি। বাজেট টিমের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর পরনে ছিল ক্রিম রঙা একটি শাড়ি এবং লাল রঙের একটি ব্লাউজ। ইতিমধ্যেই তাঁর সেই শাড়ি নিয়ে শুরু হয়েছে চর্চা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই শাড়ি কে উপহার দিয়েছেন (Union Budget 2025)?

২০২৫ বাজেটের জন্য মিথিলা শাড়ি বেছে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গেই একটি শাল নিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ক্রিম রঙের এই শাড়িটি নির্মলাকে (Nirmala Sitharaman Saree) উপহার দিয়েছিলেন পদ্ম পুরস্কার জয়ী বিহারের দুলারি দেবী। ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। মধুবনী শিল্প এবং দুলারি দেবীকে সম্মান জানাতে এবারের বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই শাড়ি পড়েছেন বলে খবর।

রিপোর্ট বলছে, ক্রেডিট আউটরিচ কার্যকলাপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন মিথিলা কালা সংস্থায় গিয়েছিলেন, সেই সময় তিনি দুলারি দেবীর সঙ্গে দেখা করেন। বিহারের মধুবনী শিল্প নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন নির্মলা। তখনই তাঁকে একটি শাড়ি উপহার দেন পদ্ম পুরস্কার জয়ী দুলারি। জানা যাচ্ছে, তিনি নাকি বাজেটের (Union Budget 2025) দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সেই শাড়ি পরতে বলেছিলেন। সেই অনুযায়ী আজ সেই শাড়ি পরেন নির্মলা।

আরও পড়ুনঃ ৪ সপ্তাহের মধ্যে…! রাজ্যের ডাক্তারদের জন্য বড় খবর! বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

এদিকে আজ সকালে অর্থমন্ত্রকের দ্বারস্থ হয়ে বাজেট টিমের সঙ্গে ফটো সেশনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister)। তাঁর হাতে বাজেটের অনুলিপি তুলে দেন। এরপর লোকসভায় উপস্থিত হন। সকাল ১১টা থেকে বাজেট পেশ করতে শুরু করেছন তিনি।

Union Budget 2025 Nirmala Sitharaman saree

উল্লেখ্য, ২০১৯ সালে এদেশের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নির্মলা সীতারামন। দীর্ঘতম বাজেট বক্তৃতাও দিয়েছেন তিনি। ২০১৯ সালে ২ ঘণ্টা ৪০ মিনিটের জন্য বাজেট বক্তৃতা দিয়েছিলেন নির্মলা। এবারের বাজেটে (Union Budget 2025) কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী কী ঘোষণা করেন আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর