Budget 2025: লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? মহিলাদের জন্য বড় স্কিম ঘোষণা অর্থমন্ত্রীর! কারা সুবিধা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকার তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। শনিবার সকাল ১১টা থেকে বাজেট পেশ করতে শুরু করেন তিনি। এদিন বাজেটের শুরুতেই কৃষকদের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, রাজ্যের সঙ্গে পার্টনারশিপে জেলাভিত্তিক প্রোগ্রাম হবে। যার ফলে উপকৃত হবেন এদেশের ১ কোটি ৭০ লক্ষ কৃষক। নির্মলা ঘোষণা করেন, বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। সেই সঙ্গে দেশেই ভোজ্য তেল উৎপাদন করার ঘোষণা করেন তিনি। ডাল উৎপাদনে আগামী ৬ বছরের মধ্যে ভারত আত্মনির্ভর হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

মহিলাদের জন্য নয়া স্কিম ঘোষণা নির্মলা সীতারামনের (Union Budget 2025)

এবারের বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চ সীমা বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর ৩ লক্ষ নয়, এবার থেকে ৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। একইসঙ্গে ইউরিয়া প্লান্ট তৈরির ঘোষণাও করা হয়। সেই সঙ্গেই তুলো উৎপাদন থেকে সি ফুড রফতানিতে উৎসাহ দেবে কেন্দ্র (Central Government)। ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Union Budget 2025

এবারের বাজেটে এদেশের মহিলাদের জন্যেও বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ৫ লক্ষ মহিলা, এসসি এবং এসটিদের জন্য নয়া প্রকল্প আনা হবে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে (Lakshmir Bhandar) টেক্কা দিয়ে মহিলাদের জন্য এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ Budget 2025: এবারেও বড় চমক! বাজেট পেশ করতে কোন শাড়িতে সাজলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? রইল ‘তার’ ইতিহাস

একইসঙ্গে এই বাজেটে (Union Budget 2025) আইআইটি এবং মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো এবং সরকারি বিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশনের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য সরকারি বিদ্যালয়গুলিতে ৫০ হাজার ল্যাব নির্মাণ করা হবে।

Union Budget 2025

জলশক্তিতে আরও ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি উড়ান স্কিমে আরও গুরুত্ব প্রদানের কথা বলা হয়। এছাড়া বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি এবং পাটনা বিমানবন্দরের উন্নয়নের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন।

Nirmala Sitharaman saree for Union Budget 2025 who gifted her

এবারের বাজেটে (Union Budget 2025) পর্যটনে জোর দেওয়া থেকে শুরু করে আইআইটি গবেষণার জন্য আরও বেশি তহবিলের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানান, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনা হবে। বিমা ক্ষেত্রে ১০০% এফডিআই, কোম্পানি মার্জ করার প্রক্রিয়া আরও সহজ এবং কেওয়াইসি করার ক্ষেত্রে সরলীকরণ করা হবে বলে ঘোষণা করেন নির্মলা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, ক্যান্সার রোগীদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক মকুব করা হবে (Union Budget 2025)। এছাড়া সামাজিক কল্যাণে সারচার্জ মকুব করার প্রস্তাব দেওয়া হয়। খনি অঞ্চলে নয়া স্কিম, জেলা হাসপাতালগুলিতে ক্যান্সার কেয়ার ইউনিট সহ একাধিক ঘোষণা করেন নির্মলা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর