বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যাশা মতই এবারের কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর ছাড় নিয়ে বড় উপহার দিলেন অর্থমন্ত্রী। যাঁদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা এবার থেকে তাঁদের আর কোনো কর দিতে হবে না। আজ বাজেট অধিবেশনের শুরুতেই কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। কৃষি ব্যবস্থাকে ভারতীয় অর্থনীতির ‘প্রথম ইঞ্জিন’ বলে উল্লেখ করেছেন তিনি। একইসাথে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রেও ঘোষণা করেছেন বিশেষ স্কিম।
বাজেটে (Budget 2025) কোন জিনিসের দাম কত কমল আর বাড়ল?
ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত মোট ৩৬ টি জীবন দায়ী ওষুধের শুল্ক মুকুব করা হয়েছে। পাশাপাশি ছ’টি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শুল্ক ছাড় দেওয়া হচ্ছে লিথিয়াম ব্যাটারীতেও। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে দেশবাসীকে আরো উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
দেশের প্রবীণ নাগরিকদের জন্যও করা হয়েছে বড় ঘোষণা। বিশেষ করে ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এবার ১ লক্ষ টাকা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শুরু থেকেই এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল। বাজেট (Budget 2025) পেশের পর এবার যেমন কিছু পণ্যের দাম বাড়তে চলেছে তেমনি কমছে একাধিক পণ্যের দাম। যা জেনে নেওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আরও পড়ুন: Budget 2025: ছোট ব্যবসায়ীদের জন্য বড় উপহার! ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ঘোষণা করলেন অর্থমন্ত্রী
দাম কমল কোন জিনিসের?
নতুন বাজেট পেশের পর এবার অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে দেশে তৈরি কাপড়,৩৬টি জীবনদায়ী ওষুধ,মেডিক্যাল সরঞ্জাম,মোবাইল, টিভি (এলসিডি ও এলিডি),ইলেকট্রিক কার,ইভি ব্যাটারি,চামড়ার জিনিস,বরফজাত মাছ।
#UnionBudget2025 | Finance Minister Nirmala Sitharaman says, "Those suffering from Cancer, chronic or other severe diseases; I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic customs duty." pic.twitter.com/YBjfk1BPKV
— ANI (@ANI) February 1, 2025
দাম বাড়ছে কীসের?
অন্যদিকে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে আগামীদিনে দাম বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের। যদিও বিশ্লেষকদের অনুমান, চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামী কয়েকদিনে ক্রয়ক্ষমতা বাড়বে। সেই চাহিদা পূরণ করতেই বাজারে কিছুদিনের জন্য মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।