বাংলা হান্ট ডেস্কঃ শনিবার বাজেট (Union Budget 2025) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কৃষকদের জন্য একাধিক উদ্যোগ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু ঘোষণা করেন তিনি। দেশের চিকিৎসা শিক্ষা বিপুল সংখ্যক আসন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয় এদিন। আগামী ১ বছর এবং ৫ বছরে কত সংখ্যক আসন বাড়বে তা আজ জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
চিকিৎসা শিক্ষা নিয়ে বাজেটে (Union Budget) বড় ঘোষণা!
এদিন নির্মলা সীতারামন জানান, আগামী ১ বছরে মেডিক্যাল স্নাতক ও স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যা (Medical Seats) বাড়ানো হবে। ১০,০০০টি নতুন আসন সংযোজিত হবে বলে ঘোষণা করেন তিনি। একইসঙ্গে জানান, সরকারের পরিকল্পনা অনুসারে, আগামী ৫ বছরে সর্বমোট ৭৫,০০০টি আসন বৃদ্ধি করা হবে।
বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, কেন্দ্রে মোদী সরকার (Central Government) গঠনের পর থেকে গত এক দশকে এদেশে চিকিৎসা শিক্ষার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০১৪ সালের আগে দেশে যত এমবিবিএস আসন ছিল ২০২৪ সালে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। একইসঙ্গে স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ Budget 2025: পোস্ট অফিসের ভোলবদল! বাজেটেই বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী! কাদের লাভ হবে?
নির্মলার কথায়, ২০১৪ সালের আগে ভারতে ৫১,৩৮৪টি এমবিবিএস আসন ছিল। তবে ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১,১২,১১২টি। একইরকমভাবে স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যা ৩১,১৮৫টি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২,৬২৭টিতে। এবার বাজেট (Union Budget 2025) পেশের সময় চিকিৎসা শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এদিকে আজ বাজেট (Union Budget 2025) পেশের সময় নির্মলা এই ঘোষণা করলেও এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মত অভিজ্ঞমহলের। চিকিৎসা শিক্ষার গুণমান বজায় রাখতে জাতীয় মেডিক্যাল কমিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগ নীতির ওপর কড়াকড়ি শুরু করা হয়েছে। এর ফলে বেশ কিছু মেডিক্যাল কলেজে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব দেখা দিয়েছে। সেই সঙ্গেই বেসরকারি মেডিক্যাল কলেজগুলির একাংশের বিরুদ্ধে অভিযোগ তা মুনাফা তৈরির মেশিনে রূপান্তরিত হয়েছে।
এছাড়াও এদেশে চিকিৎসা আসনের ভৌগোলিক বণ্টনের ক্ষেত্রেও যথাযথ ভারসাম্য নেই। কোনও রাজ্যে প্রয়োজনের তুলনায় অধিক আসন রয়েছে, কোথাও আবার প্রয়োজনের তুলনায় অনেক কম আসন আছে। এমতাবস্থায় জাতীয় মেডিক্যাল কমিশনের তরফ থেকে একটি নিয়ম চালু করা হয়। প্রত্যেক ১০ লক্ষ জনসংখ্যার জন্য ১০০টি এমবিবিএস আসন চালু করার কথা বলা হয়। যদিও কয়েকটি রাজ্য তাদের জন্য নির্ধারিত আসন সীমা পেরিয়ে যাওয়ার কারণে এই নিয়ম স্থগিত রাখা হয়েছে। জানা যাচ্ছে, মূলত সরকারি মেডিক্যাল কলেজের তুলনায় বেসরকারি কলেজের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জেরেই এই অসাম্য সৃষ্টি হয়েছে।