বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি। ২০১১ সাল থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এক দশক বাংলার খাদ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তাঁর হাতে বন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়। এখন অবশ্য মন্ত্রিত্ব খুইয়েছেন বালু। এবার প্রায় ১৪ বছর পর বিধানসভায় (West Bengal Assembly) তাঁর আসনবদল হতে চলেছে।
এবার কোথায় আসন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)?
২০২৩ সালে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এক বছরের বেশি জেলবন্দি থাকার পর গত ১৫ জানুয়ারি জামিন পেয়েছেন বালু। গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তিনি। তবে পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাভাবিকভাবেই তাই বিধানসভায় পুরনো আসনে বসতে বসতে পারবেন না হাবড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক।
এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। ইতিমধ্যেই তাঁর জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসন ঠিক করা হয়েছে বালুর জন্য।
রাজ্যের পূর্ণমন্ত্রীদের জন্য সাধারণত মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রেজারি বেঞ্চে আসন ঠিক করা থাকে। মন্ত্রী থাকাকালীন সেখানেই বসতেন জ্যোতিপ্রিয়। তবে এখন মন্ত্রিত্ব খুইয়েছেন। ফলে সেখানে আর স্থান পাবেন না তিনি। এবার থেকে ট্রেজারি বেঞ্চের কাছে নির্মল ঘোষের পাশের আসনে বসবেন বালু। জানা যাচ্ছে, বিধানসভায় শাসকদলের প্রবীণ বিধায়কদের ট্রেজারি বেঞ্চের কাছে আসন নির্দিষ্ট করা হয়। এবার থেকে সেখানেই বসবেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে রাজ্য বিধানসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আগে বিরোধীদের আসনে বসতেন। তবে ২০১১ সালে রাজ্য পালাবদল হওয়ার পর মন্ত্রিত্ব পান তিনি। স্থান হয় ট্রেজারি বেঞ্চে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বালুকে। ফলে প্রায় ১৪ বছর পর আসনবদল হতে চলেছে তাঁর। এবার থেকে নয়া আসনে বসবেন হাবড়ার তৃণমূল বিধায়ক।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়