বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Neem Phooler Madhu) আসা যাওয়ায় সরগরম হয়ে রয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল গুলি। একদিক দিয়ে একগুচ্ছ ধারাবাহিক যেমন জায়গা করে নিচ্ছে চ্যানেল গুলিতে, তেমনি তাদের জায়গা দিতে সরতে হচ্ছে অনেক পুরনো ধারাবাহিককেও। এই মুহূর্তে জি বাংলায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে মোট ৫ টি সিরিয়াল (Neem Phooler Madhu)। ফেব্রুয়ারি মাসেই বেশ কিছু সিরিয়ালের সম্প্রচার শুরু হওয়ার পাশাপাশি সামনে আসতে পারে প্রোমোও।
৮০০ পর্ব সম্পূর্ণ করল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)
অন্যদিকে চলতি মাসেই শেষ হতে চলেছে জি এর অন্যতম জনপ্রিয় তথা পুরনো ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। গুঞ্জন বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ পর্বের শুটিং করতে পারে এই ধারাবাহিক। সদ্য ৮০০ পর্ব সম্পূর্ণ করেছে সিরিয়ালটি। আর সেই উপলক্ষে বড়সড় সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) সেটে।
হয়েছিল দারুণ আয়োজন: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ‘রুচিরা’ ওরফে অভিনেত্রী সৌমি চক্রবর্তী। তাঁর ভিডিওতে দেখা গেল, ৮০০ পর্বের উদযাপনে দারুণ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে সিরিয়ালের (Neem Phooler Madhu) সেটে। পাত পেড়ে বিরিয়ানি খেতে বসেছেন পর্ণা, বাবুর মা, রুচিরা আর ইশা। সকলেই চরিত্রের লুকে। কনের বেশেই খেতে বসেছেন পর্ণা ওরফে পল্লবী।
আরো পড়ুন : জাপটে ধরে… লাইভ শোতে মহিলার সঙ্গে যা করলেন উদিত! ছি ছি রব উঠল সর্বত্র
কেক কেটে হয় সেলিব্রেশন: ভিডিও দেখে স্পষ্ট যে সৃজন পর্ণার বিয়ে কাণ্ডের শুটিংয়ের দিনেই এই সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। এই উদযাপন উপলক্ষে নিম ফুলের (Neem Phooler Madhu) সেটে এসেছিলেন ‘চনু’ এবং ‘বর্ষা’ ওরফে উদয় এবং শৈলী। সৌমিকে মজা করে বলতে শোনা যায়, ‘বেঙ্গল টপার’ সিরিয়ালের নায়ক এসেছে। একসঙ্গে কেকও কাটেন নিম ফুল পরিবারের সদস্যরা।
আরো পড়ুন : “তারকাটা পর্ণা”র পর আরেক মারকাটারি সুন্দরী, নতুন মেগায় রুবেলের নায়িকার পরিচয় জানেন?
দীর্ঘ দু বছর পার করে ফেলেছে নিম ফুলের মধু। প্রথম থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছিল ধারাবাহিকটি। হয়েছে বাংলা সেরাও। তবে স্লট বদলের পরেই টিআরপি কমতে শুরু করে। তার জেরেই এবার ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়