বাংলাহান্ট ডেস্ক : তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করে ছাড় থেকে শুরু করে ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর প্রত্যাহার, বাজেটে একের পর এক চমক দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় শোনা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভুয়সী প্রশংসা।
বাজেট ২০২৫ (Budget 2025) নিয়ে মোদির বক্তব্য
মোদি বলেন, “বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে।” কেন্দ্রীয় বাজেট পেশের (Budget 2025) পর অর্থমন্ত্রীর আসনের দিকে নিজেই এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মোদিকে। অষ্টম বারের জন্য বাজেট পেশ করে রেকর্ড তৈরি করার জন্যও অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
আরোও পড়ুন : বাজেটে বঞ্চিত বাংলা! ‘বিহারে ভোট বলে সেদিকে মন কেন্দ্রের’! ঝাঁঝালো আক্রমণ অভিষেকের
মোদি (Narendra Modi) সেখানে দাঁড়িয়েই বলেন, “খুব ভালো বাজেট হয়েছে। শুধু আমি নয়, সকলেই প্রশংসা করছেন বাজেটের।” এমনকি প্রধানমন্ত্রী ‘অসাধারণ বাজেট’ বলেও উল্লেখ করেন তাঁর কথার মধ্যে। মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তাই স্বাভাবিকভাবেই সাধারণ জনতা থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞরা, এই বাজেটের দিকে তাকিয়ে ছিলেন সবাই।
আরোও পড়ুন : রঞ্জি ট্রফিতে “বিরাট আয়” কোহলির! একটি ম্যাচ খেলেই পাবেন এত টাকা
এই বাজেট সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কতটা ফলপ্রসূ হবে তার উত্তর দেবে সময়। তবে আয়করসহ একাধিক বিষয় নিয়ে বড় ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, আয়কর ছাড় বৃদ্ধি করে ১২ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিডিএস ছাড় বৃদ্ধি করে করা হয়েছে এক লক্ষ টাকা।
হাউস রেন্টে TDS ডিডাকশন ৬ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এমনকি বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৭৪% থেকে বৃদ্ধি করে ১০০% করা হয়েছে বাজেটে। এছাড়াও বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে বিহারের জন্য। পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত ঘোষণাও রয়েছে এদিনের বাজেটে।