একধাক্কায় বেড়েছে TRP, এবার “বেঙ্গল টপার” হতে নতুন নায়িকার এন্ট্রি জি এর সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকে দর্শকরা। সাপ্তাহিক টিআরপিতে মূলত জি বাংলা এবং স্টার জলসার মধ্যেই হয় টক্কর। সেরা দশের মধ্যে কারা জায়গা পেল, কোন সিরিয়াল (Serial) এগিয়ে এল, কেই বা পিছিয়ে পড়ল এ নিয়ে চলতে থাকে আলোচনা। চ্যানেলে টিকে থাকার জন্য টিআরপি একটি বড় বিষয়। যাদের নম্বর বেশি তাদের পাল্লা ভারী থাকে সবসময়।

টিআরপি বাড়াতে বড় টুইস্ট আনল এই সিরিয়াল (Serial)

এই মুহূর্তে টিআরপি তালিকায় জি এর প্রভাব বেশ লক্ষণীয়। টপ ফাইভেও জি এর সিরিয়ালগুলিরই (Serial) পাল্লা ভারী। এমনকি শেষ প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় বেশ কিছু ধারাবাহিকের (Serial) নম্বরও বাড়তে দেখা গিয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে জি এর ‘পরিণীতা’ রয়েছে টপে। তবে এবার বাংলা সেরা ধারাবাহিককে (Serial) টেক্কা দিতে বড় চাল দিল একই চ্যানেলের আরেক জনপ্রিয় মেগা।

This Zee Bangla serial brought big twist to increase trp

কী চলছে গল্পে: প্রথম থেকেই ভালো নম্বর তুললেও শেষ টিআরপিতে বড় চমক দিয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। ৭.৪ নম্বর নিয়ে সোজা তিন নম্বরে উঠে এসেছে সিরিয়ালটি (Serial)। গল্পে এখন দেখা যাচ্ছে প্যাঁচ কষে অনিকেতকে জেলে পুরেছে অরুণাভ। অনিকেতের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী জোগাড় করে কিঞ্জলের খুনের ভুয়ো মামলা সাজিয়েছে সে। এদিকে শ্যামলীও পা প্যারালাইজড হয়ে হুইলচেয়ারে। তার মধ্যেই ‘স্যার’কে বাঁচানোর চেষ্টা করে চলেছে শ্যামলী।

আরো পড়ুন : নতুন মেগার কোপে স্লট বদল, TRP ধরে রাখতে গল্পের ট্র্যাকই বদলে দিল জলসার মেগা!

সাম্প্রতিক পর্বে এসেছে বড় মোড়: এই পরিস্থিতিতেই নতুন নায়িকার এন্ট্রি হল সিরিয়ালে (Serial)। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, অনুরাধাকে খুঁজতে দূর্গাপুরে হাজির হয় শ্যামলী, মন্দার আর রোহিনী। সেখানে অনুরাধার বাড়িতে গিয়ে তারা অনিকেতের ছোটবেলার ছবি খুঁজে পায়। ঘটনাচক্রে জানা যায়, এই অনুরাধা আসলে (Serial) অনিকেতের জন্মদাত্রী মা। ছোটবেলাতেই ছেলেকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তবে এখন অনিকেত তার সঙ্গে দেখা করে তাকে হাসপাতালে ভর্তি করেছিল।

আরো পড়ুন : বাজেটের ধাক্কায় দালাল স্ট্রিটে অস্থিরতা, আদৌ লাভের মুখ দেখলেন লগ্নিকারীরা?

অনুরাধা শ্যামলীকে কথা দেয়, আদালতে গিয়ে সে অনিকেতের জন্য সাক্ষ্য দেবে। তবে এতে যে সম্পূর্ণ জোড়াবাড়িতে বড় ঝড় উঠবে তারও আভাস পায় সকলে। বোঝাই যাচ্ছে আগামীতে বড়সড় কোনো টুইস্ট আসতে চলেছে সিরিয়ালে আর তার জেরে টিআরপিও আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।

This Zee Bangla serial brought big twist to increase trp

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর