রাজ্যের দিকে আর আঙুল তুলতে পারবে না কেন্দ্র! বড় পদক্ষেপ নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগের তালিকাটা বেশ লম্বা। জমির কারণে একাধিক কেন্দ্রীয় রেল প্রকল্প আটকে থাকার অভিযোগ-ও তেমনই একটি বিষয়। এরইমাঝে এই জমি জট কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের হিসাব বলছে কেন্দ্রের এমন প্রকল্পের সংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র পাঁচটা। তবে এই সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।

বড় পদক্ষেপ নবান্নের (Nabanna)

রাজ্যের দাবি এই সমস্যার সমাধান হয়ে গেলে মোদি সরকার আর কোনভাবে রাজ্যের দিকে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ তুলতে পারবে না।শুধু মুখের কথাই নয় এবার খাতায় কলমে এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।

নবান্ন (Nabanna) সূত্রে খবর এই সমস্ত সমস্যার সমাধান করতে দ্রুত প্রকল্পের কাজ চালু করার জন্য জমি পাওয়া সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সেই নির্দেশ মাথায় রেখে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সূত্রের খবর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের রাজ্য সরকারের এই নির্দেশ মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘বাবা নম্বর ১ এর সঙ্গে, দিদি নম্বর ১!’ রামদেবের সাথে ছবি দিতেই খিল্লি নেটপাড়ায়

জানা যাচ্ছে এই পাঁচ প্রকল্পের মধ্যে একটি প্রকল্প রয়েছে হুগলির ভবাদিঘিতে। এছাড়াও বীরভূমের সাঁইথিয়ায় অন্য একটি প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক থেকে জানা যাচ্ছে এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে। তবে এই মুহূর্তে সকলের নজর রয়েছে অমৃতসর-ডানকুনি ফ্রেইট করিডরের কাজের উপর।

West Bengal
জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৯৮% জমি রেলকে হস্তান্তরের কাজ শেষ হয়েছে। এবার এই ফ্রেইট করিডরের উপর তৈরি হবে একাধিক রেল ওভারব্রিজ। এই বিষয়েও এই দিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও অন্যান্য জায়গার প্রস্তাবিত ওভার ব্রিজ এবং আন্ডারপাসের জন্য প্রয়োজনীয় জমি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর