বাংলা হান্ট ডেস্ক: এ কেমন সরস্বতী পুজোর আবহাওয়া। ঠান্ডার আমেজটুকুও নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতায় রীতিমতো গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে নতুন সপ্তাহের শুরুতে পড়বে পারদ। তাহলে কি ফের শীতের কামব্যাক? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা-South Bengal Weather
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় আগামী সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশিই তাপমাত্রা থাকবে।
এ বছর শীতের পথে কাঁটা হয়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। এর কারণেই উত্তুরে হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ওদিকে অসম ও হরিয়ানার উপর ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৩ ফেব্রুয়ারি নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। সবমিলিয়ে শীতের সম্ভাবনা আরও কমবে।
শীত ফিরবে কি? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ফের নামতে পারে। যদিও তা স্থায়ী হবে না। ফেব্রুয়ারীর ১৫ তারিখের দিকে দিকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট রয়েছে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: বৃহস্পতিবারের মধ্যেই…! আরজি কর মামলায় সন্দীপ ঘোষকে নিয়ে বড় খবর, বিরাট সিদ্ধান্ত আদালতের
আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কুয়াশার কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।