শেষ মুহূর্তে নিয়ম বদল? উচ্চমাধ্যমিক শুরুর আগেই কড়া পদক্ষেপ সংসদের

বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। বিগত কয়েক বছরে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাদপ্তর। তাই প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শুরুর আগেই বড় পদক্ষেপ সংসদের

পরীক্ষা শুরুর আগে এবার স্কুলগুলোতে পাঠানো হচ্ছে মেটাল ডিটেক্টর। গত বছরেও স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র গুলিতে এই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। তবে এবছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনছে শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, এবার থেকে পরীক্ষার্থীদের দেহ তল্লাশীর কাজ আর পুলিশ করবে না। এবছর এই দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হব, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ থেকে তুলে দেওয়া হবে এটি মেটাল ডিটেক্টর।

বিগত কয়েক বছরে দেখা গিয়েছে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা যেতে না যেতেই সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তাই প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে গত বছর থেকে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের তরফে বেশ কিছু নিয়মে কড়াকড়ি আনা হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। যার মধ্যে অন্যতম ছিল উচ্চ-মাধ্যমিকের স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর-এর সাহায্যে পরীক্ষার্থীদের তল্লাশি করা।

আরও পড়ুন: নজিরবিহীন! পুলিশ পাহারায় পুজো হল যোগেশচন্দ্রে, ব্রাত্যরা যেতেই তুলকালাম

সংসদের এক আধিকারিক জানিয়েছেন স্কুলগুলিকে একটি করে মেটাল ডিটেক্টর দেওয়া হলে পরীক্ষার্থীদের তল্লাশি করার জন্য অনেকটা সময় লেগে যাবে। তাই কোন প্রশাসনিক দপ্তর থেকে স্কুল গুলিকে আরও একটি মেটাল ডিটেক্টর জোগাড় করার পরামর্শ দিয়েছে সংসদ। এছাড়াও প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রশ্নপত্র ‘বাছাই’-এর ক্ষেত্রেও নতুন ব্যবস্থা আনতে চলেছে সংসদ।

Higher Secondary

নিয়ম অনুযায়ী এতদিন পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে ‘ট্রেজারি’ বা নির্দিষ্ট থানায় যেত। সেখান থেকেই ওই সমস্ত প্রশ্ন ভাগ করে পাঠানো হতো পরীক্ষা কেন্দ্রে।  এরপর সেখান থেকে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেত সমস্ত প্রশ্নপত্র। তারপর পরীক্ষা কেন্দ্রের প্রধান পরীক্ষকের ঘরে প্রথমবার প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা পরীক্ষার হল অনুযায়ী পুনরায় সিল করে দেওয়া হতো। কিন্তু এবার থেকে সংসদের তত্ত্বাবধানে ছাপাখানাতেই প্রশ্নপত্র বাছাই করা হবে। পরীক্ষার্থী সংখ্যার উপর নির্ভর করে প্রশ্নপত্রের প্যাকেটিং করা হবে। তারপর পরীক্ষার্থীদের সামনেই পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে খোলা হবে প্রশ্নপত্রের প্যাকেট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর