বাংলা হান্ট ডেস্ক: বসন্ত পঞ্চমী মানেই প্রত্যেক বাঙালির কাছে এক আবেগের বিষয়। কারণ, এই দিনই মহাসমারোহে সম্পন্ন হয় সরস্বতী পুজো (Saraswati Puja)। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচিত হন। এমতাবস্থায় বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সম্পন্ন হয় বাগদেবীর আরাধনা।
বিদেশের মাটিতে সরস্বতী পুজো (Saraswati Puja):
তবে, সরস্বতী পুজোর এই আবেগ এখন যুগের সাথে পাল্লা দিয়ে শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে আর সীমাবদ্ধ নেই। বরং হাজার হাজার মাইল দূরে বিলেতের মাটিতেও সাড়ম্বরে সম্পন্ন হচ্ছে বাগদেবীর আরাধনা (Saraswati Puja)। যেখানে মেতে উঠেছেন প্রবাসী বাঙালিরা। আর এখানেই পূর্ণতা পাচ্ছে সরস্বতী পুজোর আবেগের বিষয়টিও।
সেই রেশ বজায় রেখেই কেমব্রিজের একেবারে মাঝবরাবর অবস্থিত লন্ডনের আরবাড়ি কমিউনিটি সেন্টারে সবাই মেতে উঠেছেন বাগদেবীর আরাধনায় (Saraswati Puja)। শুধু তাই নয়, এভাবেই ওই স্থানটি পরিণত হয়েছে ক্ষুদে থেকে বড়দের মিলন ক্ষেত্রেও। চোখধাঁধানো শহরে সনাতনী রীতিতে পূজার্চনা থেকে শুরু করে সমস্ত কিছু ভালোভাবে সম্পন্ন করার এই বিষয়টিই উপভোগ করছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। পাশাপাশি, আতিথেয়তার ক্ষেত্রেও নেই কোনও ত্রুটি।
কেমব্রিজ শহরে ইন্ডিয়ান কমিউনিইটি সেন্টারের এবছরের সরস্বতী পুজো (Saraswati Puja) ২৪ বছরে পা দিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাতৃপ্রতিমার মায়াবী রূপের আলিঙ্গন মুগ্ধ করেছে সবাইকেই। ব্রিটেনের বিভিন্ন স্কুলে পড়াশোনা করা ক্ষুদেরা বাংলা ভাষায় কথা বলে মুখরিত করে তোলে মণ্ডপ। তাদের অভিভাবকরা বাংলা ভাষার সংস্কৃতি হারিয়ে যেতে দেননি। আর সেই কারণেই কচিকাঁচারা স্বচ্ছন্দ্যে “কুমোর পাড়ার গরুর গাড়ি” আবৃত্তি করে চলে।
বর্তমান সময় যেখানে বাংলা ভাষায় কথা বলার বিষয়টিকে অনেকেই লঘু করে দেখেন সেখানে নিজের ভাষাতে কথা বলার এই চর্চা সত্যিই নজির তৈরি করেছে। এই পুজোতে (Saraswati Puja) অংশগ্রহণ করেছিলেন বিদেশিরাও।
আরও পড়ুন: বাজেট তো ট্রেলার, মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর সামনে আনবে RBI? অপেক্ষা ৭ ফেব্রুয়ারির
এদিকে, পুষ্পাঞ্জলি দিয়ে চলে দেদার আড্ডা। যেখানে ছোটবেলার স্মৃতি রোমন্থন থেকে শুরু করে স্কুল-কলেজের পুজোর দিনের আনন্দ সমস্ত কিছু উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অপরদিকে, খাওয়াদাওয়ার পর্বে ছিল পুরোপুরি ঘরোয়া বাপ্যার। আর এইভাবেই কেমব্রিজের সরস্বতী পুজো (Saraswati Puja) সেখানকার বাঙালিদের পাশাপাশি বিদেশিদের কাছেও এক অনন্য নজির স্থাপন করেছে। যার মাধ্যমে বিদেশের মাটিতেও সরস্বতী পুজোর আবেগকে উপস্থাপিত করেছেন আয়োজকেরা।