বাংলাদেশ প্রিমিয়ার লিগে লজ্জার ঘটনা! মেলেনি বেতন, হোটেলেই আটকে বিদেশি খেলোয়াড়রা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। কিন্তু এবার সেখানে যা ঘটেছে তা জানার পর রীতিমতো চমকে যাবেন সকলে। মূলত, ভারতে খেলা IPL-এর আদলে বিশ্ব ক্রিকেটে অনেক T20 লিগ শুরু হয়েছে। যার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) অন্যতম। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলি নিয়েই বেশি বিতর্ক চলছে। ঠিক এই আবহেই ওই টুর্নামেন্টের একটি দলের খেলোয়াড়দের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, রীতিমতো হোটেলে আটকে আছেন দলের খেলোয়াড়রা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে লজ্জার ঘটনা (Bangladesh Premier League):

হোটেলে আটকে BPL-এর দল: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, লিগের (Bangladesh Premier League) দল দরবার রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের তাঁদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। পাশাপাশি, ওই দলের অনেক বিদেশি খেলোয়াড় ঢাকার একটি হোটেলে আটকে রয়েছে এবং তাঁরা প্রতিনিয়ত দলের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

A shameful incident happened in Bangladesh Premier League.

আসলে দরবার রাজশাহী তাদের খেলোয়াড়দের বেতন দিতে পারছে না। এদিকে, দলের বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ হারিস ও আফতাব আহমেদ ছাড়াও জিম্বাবোয়ের রায়ান বার্ল, ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স, আফগানিস্তানের মার্ক দায়ানের মতো খেলোয়াড়রা হোটেলে আটকে রয়েছেন। ওই খেলোয়াড়দের তাঁদের প্রাপ্য বেতন দেওয়া হয়নি। শুধু তাই নয়, এই বিদেশি খেলোয়াড়দের গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি বলে জানানো হচ্ছে।

আরও পড়ুন: ট্রাম্পের একটি চালেই বাজিমাত ভারতের! খেল খতম “কাঙাল” পাকিস্তানের

দলের মালিকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না: বেতন সংক্রান্ত সমস্যার কারণে বর্তমানে ওই খেলোয়াড়রা হোটেলে আটকে আছে। তাঁরা এখন নিজ নিজ দেশে ফিরতে চান। এজন্য তাঁরা টিকিটের অপেক্ষায় রয়েছেন বলেও জানা গিয়েছে। কিন্তু দলের মালিকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

আরও পড়ুন: চমকের পর চমক! বাজেটের পরেই দুর্দান্ত ঘোষণা রেলমন্ত্রীর, কপাল খুলবে যাত্রীদের

এছাড়াও, টিম ম্যানেজমেন্টও সেদিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠছে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই টুর্নামেন্ট (Bangladesh Premier League) থেকে বাদ পড়েছে দরবার রাজশাহী দল। এই মরশুমে তাদের ১২ টি ম্যাচে ৬ টি জয় ও ৬ হারের মুখোমুখি হতে হয়েছে। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ওই দল। এমতাবস্থায়, দলের খেলোয়াড়রা এখন তাঁদের বেতনের অপেক্ষায় রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর