কুর্সিতে বসেই শুরু “খেল”, ট্রাম্পের অ্যাকশনে বেকায়দায় চিন, প্রভাবিত হবে ভারত?

বাংলাহান্ট ডেস্ক : হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। এবার তা কাজে করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারে ফিরেই বড় পদক্ষেপ নিলেন নয়া প্রেসিডেন্ট। শনিবার কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপরে চড়া হারে শুল্ক চাপালেন ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্তে কার্যত বড় শোরগোল পড়েছে আন্তর্জাতিক (India) রাজনীতি এবং বাণিজ্যিক মহলে।

চিন সহ একাধিক দেশের (India) পণ্যে শুল্ক চাপালেন ট্রাম্প

ইতিমধ্যেই তিনটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। সেখানে উল্লেখ করা হয়েছে, মেক্সিকো এবং কানাডা থেকে আমেরিকায় আমদানিকৃত পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। অন্যদিকে কানাডার রাজধানী অটোয়া থেকে আমদানি করা একাধিক শক্তিসম্পদের উপরে ১০ শতাংশ কর চাপানো হয়েছে। চিনা পণ্যের উপরেও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।

Will India be affected due to Donald Trump new tax rules

কেন এই পদক্ষেপ: এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী এবং বিষাক্ত মাদক মার্কিন নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী মঙ্গলবার থেকেই কার্যকর হবে এই নতুন শুল্কনীতি।

আরও পড়ুন : গল্পের মাঝে নায়ক বদল, TRP ধরতে ফের প্রথম হিরোই ফিরছেন জি বাংলার সিরিয়ালে!

পালটা শুল্ক মার্কিন পণ্যের উপরেও: তবে চুপ করে বসে নেই কানাডা এবং মেক্সিকো সরকারও। মার্কিন পণ্যের উপরে পালটা ২৫ শতাংশ শুল্ক (India) চাপিয়েছে জাস্টিন ট্রুডো প্রশাসন। আগামী ২১ দিনের মধ্যেই এই নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে চিন ভিন্ন পথ ধরেছে। আলোচনার মাধ্যমে তারা সমস্যা মেটাতে চায় বলে জানিয়েছে বেজিং।

আরও পড়ুন : ভারতের বাজেটে পোয়াবারো চিনের! ব্যাপারটা কী?

এদিকে ট্রাম্পের এই নয়া শুল্কনীতি চিন্তায় ফেলেছে নয়াদিল্লিকেও (India)। কারণ ভারতীয় পণ্য নিয়েও একই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় আমদানিকৃত ভারতীয় (India) পণ্যের উপরে চড়া শুল্ক চাপানো হলে ক্ষতির মুখে ভারতের বাণিজ্যও। সেক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর