বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য। প্রাথমিক থেকে শুরু করে এসএসসি (SSC Recruitment Scam), একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলাগুলিতে নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের, গ্রেফতার হয়েছেন অনেকে। এবার এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়েই সামনে আসছে বড় খবর।
এসএসসি মামলায় (SSC Recruitment Scam) চার্জশিট পেশ করল ইডি
সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জশিট পেশ করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (Enforcement Directorate)। জানা যাচ্ছে, গত শনিবারই কেন্দ্রীয় এজেন্সির দেওয়া চার্জশিট গ্রহণ করেছে বিচারভবনে ইডির বিশেষ আদালত। ইডি ও আদালত সূত্রে জানা যাচ্ছে, ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই ৪ জন হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহ, অশোককুমার সাহা এবং সুবীরেশ ভট্টাচার্য।
জানা যাচ্ছে, ইডির তরফ থেকে চার্জশিট পেশ করার পরেই আদালতের তরফ থেকে এই ৪ অভিযুক্ত তথা সাবেক এসএসসি (SSC) কর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়। তাঁদের আদালতে উপস্থিত হতে হবে। সিবিআই আগেই ৪ জনকে গ্রেফতার করেছিল। সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে চার্জশিট পেশ করা হয়। এবার এই ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি।
আরও পড়ুনঃ ‘সরকারের…’! তৃণমূল সাংসদ দেবকে আচমকাই চিঠি মমতার! হঠাৎ কী হল?
গত বছর প্রাথমিক নিয়োগ দুর্নীতির পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতিতেও মামলা দায়ের করেছিল ইডি (ED)। স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদকে জেল থেকে গ্রেফতার করেছিল ইডি। এর আগে সিবিআইও তাঁকে গ্রেফতার করেছিল। দাবি করা হয়েছে, শান্তিপ্রসাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে।
ইডি জানিয়েছে, এজেন্ট প্রসন্ন রায়ের মাধ্যমে যে পদ্ধতিতে প্রত্যেকটি জেলা থেকে চাকরিপ্রার্থীদের থেকে তোলা বিপুল পরিমাণ টাকা শান্তিপ্রসাদ সিংহ সহ অন্যান্য সাবেক এসএসসি (SSC Recruitment Scam) কর্তাদের কাছে গিয়েছে সেই বিষয়ে চার্জশিটে তুলে ধরা হয়েছে। গত শনিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিট গ্রহণ করেছে আদালত।