জলসার ঘরের মেয়ের সঙ্গে জুটি বাঁধছেন জি এর জনপ্রিয় নায়ক! ধামাকা প্রোমো আসছে নতুন ধারাবাহিকের

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে যেন নতুন সিরিয়ালের (Serial) হিড়িক লেগেছে। বিভিন্ন চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। কারা অভিনয় করবেন এই সমস্ত সিরিয়ালগুলিতে তা নিয়েও বেশ কৌতূহলী হয়ে রয়েছেন দর্শক। কারণ চেনা মুখদের সঙ্গে সঙ্গে বড়পর্দা এবং সিরিয়ালের (Serial) বহুল জনপ্রিয় নায়ক নায়িকারাও কামব্যাক করছেন নতুন মেগায়।

নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় নায়ক নায়িকা

বেশ অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, নামী প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই নাকি নতুন মেগা আসছে এই প্রযোজনা সংস্থার তরফে। অন্যদিকে জি বাংলায় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের ফেরার খবর শোনা যাচ্ছে। তাঁর বিপরীতে নাকি থাকতে পারেন রাহুল মজুমদার। অ্যাক্রোপলিসের সিরিয়ালেই (Serial) তাঁদের নায়ক নায়িকা হিসেবে দেখা যেতে পারে।

This actor is returning to serial opposite of popular actress

প্রথম বার বাঁধছেন জুটি: শুধু তাই নয়। কিছুদিন আগেই অভিনেত্রী তৃণা সাহার কামব্যাকের গুঞ্জন উঠেছিল তুঙ্গে। এবার মিলল আরো আপডেট। জানা গিয়েছে, জলসার মেয়ে ফিরছেন জলসাতেই (Serial)। আর তাঁর বিপরীতে দীর্ঘদিন পর ফিরছেন ‘রাশি’, ‘গোয়েন্দা গিন্নি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বোস। জানা গিয়েছে, অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থার ব্যানারেই আসতে চলেছে এই নতুন মেগা (Serial)। আর সেখানেই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন তৃণা ইন্দ্রজিৎ।

আরো পড়ুন : কুর্সিতে বসেই শুরু “খেল”, ট্রাম্পের অ্যাকশনে বেকায়দায় চিন, প্রভাবিত হবে ভারত?

কবে আসছে সিরিয়ালে: উল্লেখ্য, স্টার জলসায় পরপর একাধিক সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন তৃণা। অন্যদিকে রাশি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ইন্দ্রজিৎ। জি বাংলার পাশাপাশি অন্যান্য চ্যানেলের মেগাতেও দেখা গিয়েছে তাঁকে। এবার জলসার দর্শকদের মন জয়ের পালা। এও শোনা যাচ্ছে, প্রোমো শুট (Serial) নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এ বিষয়ে চ্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনো পর্যন্ত।

আরো পড়ুন : উত্তপ্ত বাংলাদেশে যেকোনও সময় ঘটবে “বিষ্ফোরণ”! মহা সঙ্কটে ইউনূস

প্রসঙ্গত, তৃণা সাহাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালে (Serial)। তবে নায়িকা মাঝপথে ছেড়ে দেওয়ার পর মুখ্য চরিত্রে এন্ট্রি নিয়েছিলেন তিনি। বিপরীতে ছিলেন ওম সাহানি। এবার ফের যদি তৃণা কামব্যাক করেন, তবে তা যে তাঁর অনুরাগীদের জন্য খুবই আনন্দের খবর হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর