উড়ল রাতের ঘুম! সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মূল মামলাটি আদালতে চলছে, এরই মধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে (Supreme Court)।

এর আগে গত ৩১ জানুয়ারি ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাই কোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এরপরই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া অন্য একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে রাখি, কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলা করেছিলেন অবনীকুমার বিশ্বাস। তার মামলাতেই ওই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

obc certificate

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ! TET নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জানুয়ারি মাসে অবনীকুমার বিশ্বাসের করা এই নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত কোনও আবেদন বিচারাধীন থাকে তবে সেটাও নিষ্পত্তি করা হল। এই অবস্থায় ওবিসি শংসাপত্র (OBC Certificate Case) সংক্রান্ত মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে বলে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর