চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কাজ মিলবে বাংলার এই সরকারি দপ্তরে! কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। গ্রুপ ডি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতার সিটি সিভিল কোর্ট দপ্তরের তরফে। পশ্চিমবঙ্গের (West Bengal) যে কোনো জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনের যোগ্য এই পদে। কারা এই পদে আবেদন জানাতে পারবেন? আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে? মাসিক বেতন (Salary) কত মিলবে নিযুক্তদের? আবেদন পদ্ধতি কী? এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হল আজকের প্রতিবেদনে।

কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ

• কোন সংস্থায় নিয়োগ : কলকাতার সিটি সিভিল কোর্ট।

• কোন কোন পদে নিয়োগ : English Stenographer (Group-B), Lower Division Assistant (Group-C), Data Entry Operator (Group-C), Group- D।

• মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৪ টি শূন্য পদে নিয়োগ (Recruitment) করা হবে।

আরোও পড়ুন : বিকেলেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর

• বয়স সীমা : ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধের প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। পদ অনুযায়ী বয়স সীমা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

• মাসিক বেতন : পদ অনুযায়ী বেতন পরিকাঠামো ভিন্ন। নূন্যতম ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০ টাকার মধ্যে বেতন হবে নিযুক্ত প্রার্থীদের।

Recruitment job in west bengal

• শিক্ষাগত যোগ্যতা : ইংরেজি স্টেনোগ্রাফার পদে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন। এছাড়াও স্থানীয় ভাষা ও কম্পিউটার জানতে হবে প্রার্থীকে। ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ-সি)/লোয়ার ডিভিশন সহকারী (গ্রুপ-সি) পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা আবশ্যিক। এছাড়া, নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে গ্রুপ ডি পদে।

আরোও পড়ুন : ‘দুর্ভাগ্যজনক…’! মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! তোলপাড় দেশ

আবেদন পদ্ধতি : citycivilcourtcalcutta.dcourts.gov.in পোর্টালে ভিজিট করে প্রার্থীকে অনলাইন আবেদন জানাতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট।

নিয়োগ পদ্ধতি : টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ (Recruitment) করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৬/০২/২০২৫।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর