বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’ (Sevashray Scheme)। এই প্রকল্পের মাধ্যমে বিগত এক মাসে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা পেয়েছেন কয়েক লক্ষ মানুষ। যদিও দলের প্রবীণ নেতাদের একাংশ মনে করেন এটা তেমন কোন বড় বিষয় নয়! তাই সরকারি পরিষেবার সঙ্গে এই সেবাশ্রয় প্রকল্পকে এক করা ঠিক নয়। কিন্তু বাস্তবে ছবিটা ঠিক কেমন? রিপোর্ট বলছে বিগত এক মাসের মধ্যেই নতুন রেকর্ড গড়ে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি। এই প্রকল্পের সাহায্যে একেবারে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে একাধিক জীবনদায়ী ওষুধ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে।
‘সেবাশ্রয়’ দিয়েই জবাব অভিষেকের (Abhishek Banerjee)
গত মাসেই ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে সেবাশ্রয়ের পথ চলা। ইতিমধ্যেই এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। তাই নিন্দুকরা যাই বলুক না কেন বিগত এক মাসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ব্যাপক প্রভাব ফেলেছে সেবাশ্রয়। রিপোর্ট বলছে এক মাসেই এই সরকারি প্রকল্পে উপকৃত হয়েছেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ। স্নায়ু রোগের চিকিৎসা থেকে শুরু করে,চোখের ছানি কিংবা হার্টের অপারেশন এমনই একাধিক সুবিধা পেয়েছেন বহু মানুষ।
সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমেই দলের ভিতরে এবং বাইরে থাকা নিন্দুকদের নীরবে জবাব দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। এখন সেবাশ্রয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবার বাসীর আশার আলো। সেবাশ্রয়ের দৌলতেই ৯ বছরের আলতাফের হার্টের অপারেশন হয়েছে জেআইএমএস হাসপাতালে। আগের থেকে তাঁর শারীরিক অবস্থারও অনেক উন্নতি হয়েছে। অপারেশনের পর আলতাফের পরিবারকে দেওয়া হয়েছে সমস্ত রকম সুযোগ সুবিধা।
আরও পড়ুন: গোটা দেশে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা? বড় পদক্ষেপ করতে চলেছেন ডিলাররা
বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবার সাফল্যের কাহিনী তুলে ধরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, ‘স্বাস্থ্য পরিষেবা নাগালের বাইরে থাকায় মানুষ নীরবে ভুগে যাবে সেই ধারণা ক্রমাগত ভুল প্রমাণ করছে সেবাশ্রয়।’ এই প্রকল্পের সাহায্যে ছানি অপরেশনের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বহু মানুষ। নিরাময় হয়েছে গাঁটের ব্যথার অসুখ। নিয়মিত ওষুধ পাচ্ছেন স্তন ক্যান্সারে আক্রান্ত এক মহিলা, এছাড়া কানের অস্ত্রোপচার হয়েছে দু’জনের।
বিগত এক মাসে রুটিন চেকআপ সহ নানান জটিল রোগে আক্রান্ত রোগীরা সাহায্য পেয়েছেন এই সেবাশ্রয় শিবির থেকে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বেঙ্গালুরু কিম্বা ভেলোরের চিকিৎসকদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে এই শিবির থেকে। এপ্রসঙ্গে অভিষেকের বক্তব্য,’ স্বাস্থ্য পরিষেবা কোনও নীতি নির্ধারণ বা নির্বাচনী সময়ের অপেক্ষায় থেমে থাকতে পারে না। সেবার জন্য সক্রিয়তা, দায়বদ্ধতা এবং দ্রুত সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা আছে। সেই কাজই করছে সেবাশ্রয়।’ তৃণমূল সংসদ জানিয়েছেন, ‘এই কর্মসূচি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মাঝে ১৫–১৬ তারিখ নাগাদ শেষ হয়, তাহলে প্রয়োজনে আমরা পয়লা বৈশাখের আগে ৫ হাজার ডাক্তারের কনভেনশন করব কলকাতার বুকে।’