বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme)। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে।
কিছুদিন আগেই বার্ধক্য ভাতার (Old Age Pension) উপভোক্তা সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য। এদিকে এবারের দুয়ারে সরকারেও নজর কাড়ল বার্ধক্য ভাতা। সূত্রের খবর, রাজ্য সরকারের দুয়ারে সরকার (West Bengal Government Duare Sarkar) ক্যাম্পের মাধ্যমে বার্ধক্য ভাতার জন্য প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে।
যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারে গৃহীত আবেদন যাচাই করে, নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য। প্রসঙ্গত, ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির। আবেদন গ্রহণ চলে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার রাজ্য সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শেষ হয়েছে। আর এ বারে নয়া রেকর্ড তৈরি হয়েছে।
আরও পড়ুন: গোটা দেশে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা? বড় পদক্ষেপ করতে চলেছেন ডিলাররা
সূত্রের খবর এবারে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মোট এক কোটির বেশি মানুষ হাজির হন বিভিন্ন ক্যাম্পে। রাজ্য সরকারের ৩৭টি প্রকল্পে প্রায় ৬৩ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহল মহলের।
আরও পড়ুন: বিকেলেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর
জানা গিয়েছে, এবারে জোর কদমে শুরু হবে কাজ। সরকারি নিয়ম মেনে আবেদন যাচাই শুরু হবে। জমা পড়া সমস্ত আবেদনের ভিত্তিতে যাতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা প্রদান করা যায় সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ এবারে বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা।