বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও আরজি করের নির্যাতিতার মা-বাবাকে উদ্দেশ্য করে মন্তব্য করে, কখনও আবার তৃণমূলের যুবনেতা সাব্বির আলির পাশে দাঁড়িয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবার যেমন ফের একবার তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
‘টাকা তোলা’ নিয়ে বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)!
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন কামারহাটির বিধায়ক। ভোটকুশলী সংস্থা আইপ্যাককে (I-PAC) নিশানা করে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দুর্নাম ছিল না। মমতা বন্দ্য়োপাধ্যায়ের গায়ে যেটুকু কালি লেগেছে, সেটা প্যাকওয়ালাদের জন্য’।
এখানেই না থেমে মদন (Madan Mitra) আরও বলেন, ‘প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে একদল সুযোগসন্ধানী লোক এল। মন্ত্রীর কাছে গিয়ে বলতো, আমি ওমুক প্যাক থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে’। প্রবীণ তৃণমূল নেতার দাবি, কোনও ‘প্যাক’ ছাড়াই আমরা উপনির্বাচনে জয়ী হয়েছি, মিটিং মিছিল করেছি।
আরও পড়ুনঃ শুভেন্দু-গড়েই মুখ থুবড়ে পড়ল BJP! বড় ধাক্কা খেল তৃণমূলও! জোর শোরগোল
এর পাশাপাশি টাকার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিট বিক্রির মতো গুরুতর অভিযোগও এনেছেন তৃণমূল নেতা। এর জন্যেও আইপ্যাকের দিকেই আঙুল তুলেছেন তিনি। মদন বলেন, ‘এসব কথা শুনছি। আমাদের দলে এসব আইপ্যাকই শুরু করেছিল। ২০২১ সালের আগে এসব শুরু হয়েছিল। টাকা নিয়েও মনোনয়ন দেওয়া হয়নি। লোককে কাঁদতে দেখেছি’।
তৃণমূল নেতা আক্ষেপের সুরে বলেন, নগদে লেনদেন হয়েছে সেই কারণে কিছু করা যাবে না। মদনের কথায়, ‘ওরা কয়েকজনের নাম রেকমেন্ডেশন করে চলে গিয়েছে। আমাদের ছেলেরা ভোটে লড়াই করেছে। আইপ্যাকের ছেলে কোথায়? আইপ্যাক মানে প্যাক আপ’।
মদন মিত্র (Madan Mitra) দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতা একই জিনিস। কখনও হংস-পাখায় দাগ লাগে না’। কামারহাটির বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘মদন মিত্র সিনিয়র নেতা। উনি যা বলেছেন সেটা আরও সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না’।