বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মহাকাশ ক্ষেত্রে নতুন ইতিহাস লিখতে চলেছে ভারত (India)। নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ভারতীয় হিসাবে পৌঁছাতে চলেছেন শুভ্রাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার আধিকারিক শুভ্রাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসাবে পা রাখতে চলেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station)।
ভারতের (India) শুভ্রাংশু শুক্লার বেনজির কীর্তি
ভারতীয় বায়ুসেনার আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত শুভ্রাংশু শুক্লা নাসার নভশ্চর হিসাবেও দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। গগনযান মিশনের দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত। সেই মিশনেও ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) এই আধিকারিক নির্বাচিত হয়েছেন নভশ্চর হিসাবে। তবে সেই মিশনের আগেই শুভ্রাংশু শুক্লা নাসার হাত ধরে পা রাখতে চলেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।
আরোও পড়ুন : তলানিতে দক্ষিণের সম্পত্তিকর আদায়! ‘শূন্য ভাঁড়ার’ কলকাতা পুরসভার
নাসার অ্যাক্সিওম-৪ বা এএক্স-৪ মিশনের আওতায় ৪ জন নভশ্চর যেতে চলেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এই মিশনেই ভারতীয় বায়ুসেনার আধিকারিক শুভ্রাংশু শুক্লাকে নির্বাচিত করা হয়েছে পাইলট হিসাবে। সম্পূর্ণ এই মিশনটি পরিচালিত হতে চলেছে পেগি উইটসন নামক নাসার এক প্রাক্তন নভশ্চরের (Astronaut) নেতৃত্বে।
আরোও পড়ুন : বড় খবর! প্রায় ৬ দশক পর আসছে নতুন আয়কর আইন! কী কী বদল হবে দেশে?
পাশাপাশি ২ ইউরোপীয় স্পেস এজেন্সির নভশ্চরও এই অভিযানের অংশ হতে চলেছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের (India) নতুন গৌরব অধ্যায় রচিত হতে চলেছে খুব শীঘ্রই। প্রথম ভারতীয় হিসাবে শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পদার্পণ করে নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন। ভারতীয় বংশোদ্ভূত হিসাবে সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশনে একাধিকবার আন্তর্জাতিক এক্সপ্রেস স্টেশনে পদার্পণ করেছেন।
এখনো সুনিতা উইলিয়ামস রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনেই। এবার প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিক শুভ্রাংশু শুক্লা। এবার মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নয়া ইতিহাসের অপেক্ষায় ভারত (India)।