TRP তালিকায় বিরাট ধাক্কা, একসঙ্গে বন্ধের মুখে দুই চ্যানেলের তিনটি মেগা!

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় কান পাতলেই এখন শুধু একের পর এক সিরিয়ালের (Serial) বন্ধের খবর। যেকোনো প্রোজেক্ট শুরু হওয়া মানে তা একদিন না একদিন শেষ হবেই। কোনো কোনো ক্ষেত্রে সিরিয়ালগুলি কয়েক বছর ধরে সম্প্রচারিত হয়, আবার কিছু কিছু ধারাবাহিক (Serial) মাত্র কয়েক মাসেই শেষ করে দেওয়া হয়। যেকোনো সিরিয়ালের বন্ধ হওয়ার পেছনে অবশ্য একাধিক কারণ থাকে।

বন্ধ হচ্ছে একাধিক চ্যানেলের একগুচ্ছ সিরিয়াল (Serial)

বর্তমানে মূলত টিআরপি কম থাকার কারণেই সিরিয়াল (Serial) শেষ হয়। পুরনো সিরিয়ালগুলি সাধারণত দীর্ঘদিন ধরে চলার পর দর্শকরা ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে। তার জেরে কমে টিআরপি। ফলত একসময় না একসময় শেষ হয় ধারাবাহিক (Serial) গুলি। অন্যদিকে নতুন সিরিয়ালের গল্প বা অভিনয় দর্শকদের নজর কাড়তে ব্যর্থ হলেও শেষ করে দেওয়া হয় ধারাবাহিকগুলি।

Three serial from two channels going to end

বন্ধের মুখে তিনটি সিরিয়াল: সম্প্রতি জি বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলে একগুচ্ছ ধারাবাহিক (Serial) বন্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। স্টার জলসায় ‘হরগৌরী পাইস হোটেল’ বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এছাড়াও আগামীতে দুটি চ্যানেল থেকে আরো তিন তিনটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে।

আরো পড়ুন : জি বাংলার মেগার পরিচালক ‘নিষিদ্ধ’ টেলিপাড়ায়! অথৈ জলে সিরিয়ালের ভবিষ্যৎ

কোন কোন সিরিয়ালে কোপ: সান বাংলা চ্যানেল থেকেই পরপর বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিক। এক বছর পুরনো সিরিয়াল (Serial) ‘আকাশ কুসুম’ প্রথমে ভালো টিআরপিই এনেছে। তবে ইদানিং নম্বর উল্লেখযোগ্য ভাবে কমেছে আকাশ কুসুমের। তার জেরেই সিরিয়ালটি (Serial) বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ ই ফেব্রুয়ারি শেষ সম্প্রচার হতে চলেছে আকাশ কুসুম সিরিয়ালের। টিআরপি কম থাকাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। আগামী সপ্তাহেই সিরিয়ালের টিম শেষ শুটিং করবে বলে খবর।

আরো পড়ুন : এই মাসেই শেষ শুটিং, দর্শকদের ভালোবাসা পেয়েও মাত্র তিন মাসেই গল্প ফুরোলো মেগার!

একই চ্যানেলের ‘বসু পরিবার’ সিরিয়ালটিও (Serial) শেষ হতে চলেছে। ইতি মধ্যেই সন্ধ্যা সাতটার স্লটে বসু পরিবারকে সরিয়ে সেই জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘পুতুল TTP’। তবে বসু পরিবার শেষ হওয়ার বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে। এদিকে জি বাংলাতেও বন্ধ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। দীর্ঘ দু বছর পার করে ফেলেছে নিম ফুলের মধু। প্রথম থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছিল ধারাবাহিকটি। হয়েছে বাংলা সেরাও। তবে স্লট বদলের পরেই টিআরপি কমতে শুরু করে। তার জেরেই এবার ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর