পাল্টে যাবে কলকাতা বিমানবন্দরের ভোল! সরাসরি সংযুক্ত হবে ইউরোপের সাথেও, মেগা প্ল্যান কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : ঘাসের রানওয়ের এয়রোড্রোম নিয়ে যাত্রা শুরু করেছিল এই বিমানবন্দর। তারপর পার হয়েছে শত বছরের দীর্ঘ অধ্যায়। ১৯০০ শতকের গোড়ার দিকে ‘ক্যালকাটা এয়রোড্রোম’ নামে তৈরি হওয়া বিমান বন্দরই আজ কলকাতার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ (Kolkata Airport)।

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) নিয়ে নয়া আপডেট

দেশের অন্যতম সেরা বিমানবন্দরগুলোর তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। ১০০ বছর পার করে আজও বাংলা সহ বহু প্রান্তের মানুষের কাছে সংযোগর অন্যতম ভরসা কলকাতার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। তাই কলকাতা বিমানবন্দরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায় সেই বিষয়েই নানান পরিকল্পনা করা হচ্ছে।

আরোও পড়ুন : RG Kar মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত! সুপ্রিম কোর্টে আবেদন নির্যাতিতার পরিবারের

এবার কলকাতা এয়ারপোর্ট নিয়ে আশার কথা শোনালেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, “ইউরোপের সঙ্গে এর সরাসরি যাতে যোগাযোগ গড়ে তোলা যায় সেদিকে আমরা সচেষ্ট হয়েছি।”

আরোও পড়ুন : ‘কেন জেলে পাঠানো হবে না ওনাকে’, তৎক্ষণাৎ রুল জারির নির্দেশ! রেগে আগুন কলকাতা হাইকোর্ট

তিনি আরও বলেন, “বিশ্বের পূর্ব দিকে থাকা দেশগুলির সঙ্গে যাতে ভারতের সম্পর্ক আরও জোরদার হয় তার জন্যও কলকাতা বিমানবন্দরের দিকে আমাদের নজর রয়েছে। এটাকে হাব করে যাতে কাজ চালানো যায় সেদিকে আমাদের নজর রয়েছে।” শুধু তাই নয়, ইউরোপের (Europe) সঙ্গে কলকাতা (Kolkata) বিমানবন্দরের সরাসরি বিমান পরিষেবা নিয়েও উঠে এসেছিল নানা মত।

Kolkata Airport and Europe connection

প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য এর আগে সরাসরি বিমান পরিষেবা (Flight Service) চালু নিয়ে প্রস্তাব দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রের কাছে দরবারের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাই সংসদে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী কী কী পদক্ষেপ গ্রহণ করছেন সেটাই জানালেন সোমবার।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর