বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ (Tata Group) এবার ATM ব্যবসা থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই একটি বিদেশি কোম্পানির কাছে এই ব্যবসা বিক্রি করেছে গ্রুপটি। জানা গিয়েছে যে, RBI টাটা কমিউনিকেশনের টাটা কমিউনিকেশনস পেমেন্ট সলিউশনসের (TCPSL) ১০০ শতাংশ শেয়ার অস্ট্রেলিয়ার ফিনটেক কোম্পানি Findi-র ট্রানজ্যাকশন সলিউশন ইন্টারন্যাশনালের (TSI) কাছে বিক্রি করার অনুমতি দিয়েছে।
বিক্রি হয়ে গেল টাটা গ্রুপের (Tata Group) এই ব্যবসা:
২০২৪ সালের নভেম্বরে ঘোষিত এই চুক্তিটির মূল্য ৩৩০ কোটি টাকা। এর মধ্যে ইন্টারচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্টের ভিত্তিতে অতিরিক্ত ৭৫ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, এই অধিগ্রহণ ভারতে আর্থিক পরিষেবা খাতে Findi-র উপস্থিতিকে প্রত্যক্ষভাবে বাড়াবে। এই প্রসঙ্গে, সংস্থাটি বলেছে যে তারা দেশের সেই সমস্ত মানুষদের পরিষেবা দিতে চায় যাঁরা ব্যাঙ্কিং পরিষেবা থেকে দূরে রয়েছে।
কোম্পানিটি বর্তমানে ATM অপারেশন এবং ডিজিটাল পেমেন্টে নিজেদের উপস্থিতি বজায় রয়েছে। পাশাপাশি, তারা একটি সম্পূর্ণ পেমেন্ট ব্যাঙ্কে রূপান্তরিত করার পরিকল্পনা করছে৷ টাটা গ্রুপের (Tata Group) ATM ব্যবসার অধিগ্রহণ এই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। জানিয়ে রাখি যে, TSI ভারতে ৭,৫০০ টিরও বেশি “ব্রাউন লেবেল” ATM পরিচালনা করে। ওই কোম্পানির ১২ টি ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব রয়েছে। যার মধ্যে SBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, PNB এবং HDFC অন্তর্ভুক্ত রয়েছে।
এইভাবে মিলবে লাভ: বর্তমানে কোম্পানিটি ১০,০০০ টিরও বেশি “হোয়াইট লেবেল” ATM-এর জন্য ব্যাক-এন্ড অপারেশন পরিচালনা করে। শুধু তাই নয়, কোম্পানিটি FindiPay ব্র্যান্ডের অধীনে ৫০,০০০-এরও বেশি মার্চেন্টের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করে। এই অধিগ্রহণের মাধ্যমে, Findi ৪,৬০০ টি ATM পরিচালনা করা IndiCash ATM-কে ইন্টিগ্রেট করবে এবং প্রায় ৩,০০০ টি অতিরিক্ত ATM-এ অ্যাক্সেস লাভ করবে। এটি কোম্পানির মোট নেটওয়ার্ককে ১২,০০০ টি ATM-এর থেকে আরও এগোতে সাহায্য করবে এবং এশিয়ার বৃহত্তম ATM অপারেটরগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত করবে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে বড় চমক টিম ইন্ডিয়ার! কেমন হবে প্লেয়িং ইলেভেন?
জানিয়ে রাখি যে, এটি ২০২৫ সালে Findi-র দ্বিতীয় বড় অধিগ্রহণ। এর আগে জানুয়ারিতে, TSI ১,২৯,০০০ টিরও বেশি মার্চেন্ট টাচপয়েন্ট সহ একটি ডিজিটাল পেমেন্ট প্রদানকারী BankIT অধিগ্রহণ করে। এর ফলে সংস্থার মোট মার্চেন্ট বেস ১,৮০,০০০-এর হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৮ সালে প্রতিষ্ঠিত, TCPSL (Tata Group) RBI-এর নীতির সাথে সঙ্গতিপূর্ণ ভারতের প্রথম হোয়াইট-লেবেল ATM নেটওয়ার্ক IndiCash ২০১৩ সালে চালু করে। এদিকে, TCPSL ভারতের বৃহত্তম হোয়াইট-লেবেল ATM অপারেটরগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: IIM কলকাতা থেকে স্নাতক! হেলায় ছেড়েছেন ৩০ লক্ষের চাকরি, IAS হয়ে স্বপ্নপূরণ করলেন অভিনব
কোম্পানির পরিকল্পনা: এদিকে, এই অধিগ্রহণের ফলে Findi-কে একটি হোয়াইট-লেবেল এটিএমATM প্ল্যাটফর্ম, WLA লাইসেন্স, পেমেন্ট সুইচ এবং একটি এক্সটেন্ডেড ৩,০০৯-ATM নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়া হবে। TSI তার ১,৮০,০০ FindiPay এবং BankIT মার্চেন্ট আউটলেটগুলিতে এই ATM-গুলি ইনস্টল করার পরিকল্পনা করেছে। এদিকে, কোম্পানিটি তাদের বিদ্যমান IndiCash ফ্র্যাঞ্চাইজিতে ইন্টিগ্রেট করে তার আর্থিক নাগাল আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে।
বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে মদ্যপানের আসর! অনুব্রতকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজলের