বাংলাহান্ট ডেস্ক : সরকারি চাকরির আশায় হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা হাপিত্যেশ করে বসে আছেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়া যেন অনেকটা লটারি লাগার মত বিষয়। আর সেই চাকরি যদি কেন্দ্রীয় সরকারের হয়, তাহলে তো কোন কথাই নেই। এবার সেই শিক্ষিত বেকারদের কথা মাথায় রেখেই নিয়োগ (Recruitment) সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল জনপ্রিয় এই কেন্দ্রীয় সংস্থা।
কর্মী নিয়োগ (Recruitment) ইন্ডিয়ান অয়েলে
এই কেন্দ্রীয় সংস্থায় চাকরি করলে মিলবে হাজার সুযোগ সুবিধা। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় সংস্থার তরফে বিভিন্ন গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন কেন্দ্রীয় সংস্থার কথা বলা হচ্ছে? তাহলে জেনে রাখুন, কর্মখালি রয়েছে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। এই নিয়োগ (Recruitment) সংক্রান্ত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
আরোও পড়ুন : পেন্টাগনের থেকেও ১০ গুণ বড়! মাটির নিচে এটা কী বানাচ্ছে চিন? ফাঁস হয়ে গেল জিনপিংয়ের ফন্দি
যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে– মোট ২৪৬ টি শূন্যপদের মধ্যে জুনিয়র অপারেটর, জুনিয়র এটেনডেন্ট, জুনিয়র বিজনেস এসিট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কলকাতাতেও কাজের সুযোগ মিলবে।
বেতন– পদের পার্থক্য অনুযায়ী বেতনের পরিবর্তন হবে। তবে নিয়োগের প্রথম মাস থেকে জুনিয়র অপারেটর এবং জুনিয়ার এটেনডেন্ট পদে নিযুক্ত কর্মীদের স্যালারি ন্যূনতম ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত হবে। এছাড়া, জুনিয়র ব্যবসায়িক সহযোগী পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে স্যালারি পাবেন ২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা– প্রতিটি চাকরি প্রার্থীর কাছেই ন্যূনতম নম্বরের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক।
নিয়োগ পদ্ধতি– জুনিয়র অপারেটর এবং জুনিয়ার এটেনডেন্ট পদে কর্মী নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদেরকে প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষায় এবং তারপর স্কিল/প্রফিসিয়েন্সি/ফিজিক্যাল এফিশিয়েন্সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অপরদিকে প্রথমে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং তারপর কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য।
আবেদনের নিয়ম– www.iocl.com -এই ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। চাকরি প্রার্থীকে ০৩/০২/২০২৫ থেকে ২৩/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদন সেরে ফেলতে হবে।
বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে মদ্যপানের আসর! অনুব্রতকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজলের