নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন রতন টাটার “বন্ধু” শান্তনু! লিখলেন মনের কথা, জানলে চোখ ভিজবে আপনারও

বাংলা হান্ট ডেস্ক: তিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটার (Ratan Tata) সর্বক্ষণের সঙ্গী। এমনকি, রতন টাটার জীবনের শেষ মুহূর্তেও তিনি সবসময় ছায়ার মতো ছিলেন প্রবীণ শিল্পপতির সাথে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা শান্তনু নাইডুর বিষয়েই জানাচ্ছি। বর্তমানে, তাঁকে একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শান্তনুকে টাটা গ্রুপের অটো কোম্পানি টাটা মোটরসে জেনারেল ম্যানেজার এবং স্ট্র্যাটেজিক ইনিসিয়েটিভের প্রধান করা হয়েছে।

কি লিখলেন রতন টাটার (Ratan Tata) “বন্ধু” শান্তনু:

ইতিমধ্যেই নাইডু তাঁর এই নতুন দায়িত্ব সম্পর্কে লিঙ্কডইনে একটি আবেগপূর্ণ পোস্ট লিখেছেন। জানিয়ে রাখি যে, শান্তনু নাইডু প্রবীণ ব্যক্তিদের সাহায্য করার জন্য ২০২১ সালে Goodfellows নামে একটি উদ্যোগ শুরু করেছিলেন। যেখানে রতন টাটারও (Ratan Tata) বিনিয়োগ ছিল। এর পাশাপাশি রতন টাটা নাইডুকে এডুকেশনে লোনও দিয়েছিলেন। পরবর্তীকালে রতন টাটা Goodfellows-এ তাঁর অংশীদারিত্ব ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও, তিনি তাঁর উইলে নাইডুর এডুকেশন লোনও মকুব করে দিয়েছিলেন।

What Ratan Tata friend Shantanu Naidu wrote.

এদিকে, সম্প্রতি নাইডু লিঙ্কডইন-এ লিখেছেন, “এটা জানাতে পেরে আনন্দিত যে আমি টাটা মোটরসে জেনারেল ম্যানেজার, হেড-স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসেবে একটি নতুন সূচনা করছি৷ আমার মনে আছে, সাদা শার্ট আর নেভি প্যান্ট পরা আমার বাবা যখন টাটা মোটরসের প্ল্যান্ট থেকে আসতেন আমি তখন জানালায় তাঁর জন্য অপেক্ষা করতাম। জীবন যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ফিরে এসেছে।” উল্লেখ্য যে, শান্তনু ২০১৪ সালে সাবিত্রী ফুলে পুণে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পর, ২০১৬ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছিলেন।

আরও পড়ুন: IPL-এর আগেই বিরাট ধামাকা রাসেলের! সবাইকে টেক্কা দিয়ে T20 ক্রিকেটে গড়লেন ইতিহাস

ভাইরাল ভিডিও: বছর কয়েক আগে শান্তনুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে রতন টাটার (Ratan Tata) জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল। নাইডু, একজন অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার। তিনি ২০১৪ সালে পথকুকুরদের দ্রুতগামী গাড়ি থেকে বাঁচাতে একটি সিস্টেম তৈরি করেছিলেন৷ এদিকে, রতন টাটাও পথকুকুরদের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এবং টাটার সদর দফতর বোম্বে হাউসে তাদের জন্য একটি আশ্রয় তৈরি করেছিলেন। টাটা নাইডুর কাজ পছন্দ করেছেন। এর পাশাপাশি রতন টাটা নাইডুর প্রোজেক্টে বিনিয়োগ করেছিল এবং এইভাবে দু’জনের “বন্ধুত্ব” বৃদ্ধি পায়।

আরও পড়ুন: ভারতের কাছে আরব সাগরে “গুপ্তধন” খুঁজছে চিন! মোতায়েন দু’টি গোয়েন্দা জাহাজ, কি প্ল্যান জিনপিংয়ের?

এরপরে, ২০১৭ সালে শান্তনু রতন টাটার সহকারী হিসেবে কাজ শুরু করেন। রতন টাটার (Ratan Tata) সাথে থাকার কারণে তিনিও লাইমলাইটে থাকতে শুরু করেন। শান্তনু তাঁর বই ,”আই কাম আপন এ লাইটহাউস”-এ রতন টাটার সাথে তাঁরা বন্ধুত্বের কথা লিখেছেন। গত বছরের ৯ অক্টোবর রতন টাটা প্রয়াত হন। তাঁর মৃত্যুর পরেও একটি আবেগঘন পোস্ট লিখেছিলেন শান্তনু। যেটি চোখ ভিজিয়েছে সবার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর