বাংলা হান্ট ডেস্কঃ বিদেশে মাংসের চাহিদা তুঙ্গে। সেই চাহিদা পূরণে এবার যোগান দেবে রাজ্য (West Bengal)। বাহরিনে গিয়েছে আগেই, এ বার ব্রিটেন এবং ইউরোপের (Europe) একাধিক দেশে মাংস রফতানি (Meat Export) করবে রাজ্যে সরকার। সূত্রের খবর, প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে আসন্ন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনেই (বিজিবিএস) মাংস রপ্তানি সংক্রান্ত চূড়ান্ত চুক্তি হতে পারে।
রাজ্যের মাংস বিদেশে-West Bengal
জানা গিয়েছে, মাসে ২-২.৫ টনের কাছাকাছি মাংস পাঠানো হবে। মূলত শুয়োরের মাংস পাঠানোর উপর জোর দেবে পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, বাহরিনে রাজ্য মাংস পাঠায়। মাসে কম-বেশি প্রায় ২.৫ টন পাঁঠার মাংস পাঠায় রাজ্য। এবার আরও এক ধাপ এগিয়ে ব্রিটেন এবং ইউরোপের একাধিক দেশেও মাংস রপ্তানির পথে রাজ্য।
আরও পড়ুন: বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে মদ্যপানের আসর! অনুব্রতকে নিশানা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজলের
সম্পদ উন্নয়ন পর্ষদের সূত্রে খবর, বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে ব্রিটেন এবং ইউরোপের সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে নয়া চুক্তি স্বাক্ষর হলে চলতি মাস বা আগামী মাস থেকেই মাংসের রফতানি শুরু হয়ে যাবে। তবে বিদেশের মাটিতে মিট রফতানি করে রাজ্য আর্থিক ভাবে কতটা লাভবান হবে, সেই বিষয়ে অস্পষ্টতা রয়েছে।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে শীত বিদায়ের পাকাপাকি দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর
এই বিষয়ে পর্ষদের এক আধিকারিকের মতে, প্রাথমিকভাবে রফতানির বাজার বৃদ্ধিই মূল লক্ষ্য। এই উদ্যোগের ফলে বাংলার ‘হরিণঘাটা মিট’ ব্রিটেন ও ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন দেশে পৌঁছে যাবে।