বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) নতুন রাম রাখতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের পক্ষ থেকে রাজ্যের নতুন নাম ‘বাংলা’ (Bangla) করার দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে এই নাম, রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির স্বাক্ষর বহন করে। রাজ্যসভার জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করেছিলেন দলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ হয়েছিল। কিন্তু কেন্দ্র এখনও সেই প্রস্তাবে রাজি হয়নি।
রাজ্যের (West Bengal) নতুন কী নাম দিচ্ছে তৃণমূল?
সাংসদের কথায় পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে জানিয়েছেন,’নতুন নামকরণ আমাদের রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’ বাংলা ভাষায় ‘ওয়েস্ট বেঙ্গল’কে পশ্চিমবঙ্গ বলা হলেও ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ই রয়েছে। এরফলে সর্বভারতীয় স্তরে সব রাজ্যকে নিয়ে কোনও বৈঠক হলে বর্ণের হিসাবে এই রাজ্যের ডাক আসে সবার শেষে। তাই বাংলার মুখ্যমন্ত্রী কী বলছেন, তা শোনার ধৈর্য হারিয়ে ফেলেন অনেকে।
প্রসঙ্গত ১৯৪৭ সালে দেশভাগের সময় কোপ পড়েছিল বাংলার ওপর। বাংলাকে দু’ভাগে ভাগ করার পর ভারতীয় অংশের নাম হয়েছিল পশ্চিমবঙ্গ (West Bengal) আর অন্য অংশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র গঠন করে। বর্তমানে পূর্ব পাকিস্তান আর নেই। তাই তৃণমূল সাংসদের কথায় আমাদের রাজ্যের নাম পরিবর্তন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের জনাদেশকে সম্মান জানাতে হবে।’
আরও পড়ুন: অঙ্গনওয়ারী কর্মী, শিক্ষক থেকে নার্স, বাজেটে ৫০ হাজার নিয়োগের ঘোষণা করবে রাজ্য?
মোদি জামানায় রেল স্টেশন থেকে শুরু করে কোন জায়গা একাধিক গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের সাক্ষী রেখেছেন দেশবাসী। তাই এমন উদাহরণ রয়েছে অনেক। এর আগে ২০১১ সালে শেষবার কোন রাজ্যের নাম পরিবর্তন করা হয়েছিল। সে সময় উড়িষ্যার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ওড়িশা। এছাড়া অতীতে আমাদের দেশের অনেক শহরের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৯৫ সালে বোম্বে থেকে মুম্বাই, ১৯৯৬ সালের মাদ্রাজ থেকে চেন্নাই, ২০০১ সালে ক্যালকাটা থেকে কলকাতা এবং ২০১৪ সালে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু।
বাম আমলে ১৯৯৯ সালে প্রস্তাব এসেছিল ‘ক্যালকাটা’কে ‘কলকাতা’ এবং পশ্চিমবঙ্গকে (West Bengal) ‘বাংলা’ করার। প্রথমটা বাস্তবায়িত করা হলেও পরেরটা হয়নি। পরবর্তীতে মমতার সরকার রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছিল। সেই দাবিতেই ২০১৬ সালে বাংলা, হিন্দি ও ইংরেজি— তিন ভাষায় ‘বাংলা’, ‘বঙ্গাল’ ও ‘বেঙ্গল’ করার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক একটিই নামকরণ করার কথা জানায়। সংবিধানে রাজ্যের একটিই নাম থাকে। প্রসঙ্গত ‘বাংলা’র নাম ইংরেজিতে ‘বেঙ্গল’ হলে, উত্তরপ্রদেশকে ইংরেজিতে ‘নর্থ প্রদেশ’ বলতে হয়। তার পরেই ২০১৮-য় সব ভাষাতেই ‘বাংলা’ নামের প্রস্তাব গৃহীত হয় বঙ্গ বিধানসভায়।