এবার গুগলকে নোটিশ দিল হাইকোর্ট! হঠাৎ কী হল? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ এবার সোজা গুগলকে নোটিশ দিল হাইকোর্ট (High Court)। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাতনি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan) মামলায় এবার গুগলকে নোটিশ দিল উচ্চ আদালত। তাঁর অভিযোগ তথা নোটিশে কোনও সাড়া না দিয়ে যে সকল ইউটিউব চ্যানেল আবেদনকারীর স্বাস্থ্য সম্বন্ধে ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের সেসব কাজ বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করুক আদালত। দরকার হলে অভিযুক্তদের বক্তব্য না শুনে একতরফা নির্দেশ দেওয়া হোক। জানা যাচ্ছে, এই মর্মে আবেদন জানিয়েছেন অভিষেক, ঐশ্বর্যের কন্যা।

গুগলকে নোটিশ হাইকোর্টের (High Court)!

জানা যাচ্ছে, আরাধ্যার এই আবেদনের প্রেক্ষিতেই নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। উচ্চ আদালতের বিচারপতি মিনি পুষ্করানা এই নোটিশ জারি করেছেন বলে খবর। আগামী ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বলিউড তারকাদের জীবন সবসময়ই লাইমলাইটে থাকে। তাঁদের সন্তানদের নিয়েও সর্বদা চর্চা হয়। আরাধ্যাও ব্যতিক্রম নন। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের নাতনি, অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র কন্যা, স্বাভাবিকভাবেই আরাধ্যার জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ব্যাপক।

আরও পড়ুনঃ অবাক…! এবার রাজ্য সরকারের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

তবে মাঝেমধ্যে আরাধ্যাকে নিয়ে নানান ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদও ছড়াতে দেখা যায়। ২০২৩ সালের এপ্রিল মাসে আদালতের তরফ থেকে অভিষেক-কন্যা সম্বন্ধে বিভ্রান্তিকর ও তাঁর স্বাস্থ্য সম্বন্ধে ভুল খবর ছড়াতে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। আরাধ্যার স্বাস্থ্য সংকটজনক। এমনকি তাঁর প্রাণহানি হয়েছে, এমন দাবিদাওয়া সহ প্রকাশিত সংবাদ সরানোর জন্য গুগল সহ অন্যান্যদের নোটিশ দেওয়া হয়।

Aaradhya Bachchan case Delhi High Court

রিপোর্ট বলছে, বলি পকোড়া, বলিউড সাইন, বলি সমোসা সহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলকে সমন পাঠায় আদালত। এই বিষয়ে আদালত মনে করে, আবেদনকারীকে অন্তর্বর্তী সুরাহা দেওয়া দরকার। কারণ সেই ভিডিওগুলি নূন্যতম মূল্যবোধহীন ও কুরুচিকর। যা রাতারাতি জনপ্রিয়তা ও আর্থিক লাভের জন্য, মত আদালতের। এবার আরাধ্যা বচ্চনের এই মামলাতেই গুগলকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট (High Court)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর