কড়াকড়ি সরকারের! এবার নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক! সরকারি কর্মীদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বিগত কয়েক মাস ধরে জল্পনা কল্পনা চলছে। অনেকে অনুমান করেছিলেন, বাজেটের দিন হয়তো এই নিয়ে কোনও ঘোষণা করা হবে। তবে তেমনটা হয়নি। এরপরেই সামনে আসছে বড় খবর! এবার সরকারি কর্মীদের উদ্দেশে নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক (Ministry of Finance)।

সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!

গত শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনও সুখবর পাননি। এই বিষয়ক ঘোষণা কবে হবে ইতিমধ্যেই সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে একটি নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক। জানুয়ারি মাসের শেষের দিকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সরকারি কর্মীদের উদ্দেশে জারি করা সেই নির্দেশিকায়, অফিসের কম্পিউটার অথবা ল্যাপটপে তথা অফিস ডিভাইসে AI অ্যাপ/টুলস ব্যবহার করা নিয়ে বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ‘অফিসের কম্পিউটার এবং ডিভাইসে ChatGPT, DeepSeek-এর মতো AI টুল ও AI অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে’।

আরও পড়ুনঃ এবার গুগলকে নোটিশ দিল হাইকোর্ট! হঠাৎ কী হল? জোর শোরগোল

নির্দেশিকায় বলা হয়েছে, সেই কারণে সরকারি কম্পিউটার, ল্যাপটপ ও ডিভাইসে এই ধরণের অ্যাপ ও টুলের ব্যবহার কঠোরভাবে এড়ানো উচিত। গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সরকারি কর্মীদের (Government Employees) উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি কম্পিউটার, ল্যাপটপ তথা সরকারি ডিভাইসে এআই অ্যাপ ও টুলের ব্যবহার নিয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Government employees

আসলে বর্তমান সময়ে এআই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। এদেশে একাধিক বিদেশি এআই অ্যাপ ব্যবহার করা হয়। অনেকেই নিজেদের কাজ সহজ করতে এগুলি ব্যবহার করে থাকেন। এদিকে ডিভাইসে এই অ্যাপগুলি ইনস্টল করার পর তারা নানান প্রয়োজনীয় অনুমতি চায়। এমতাবস্থায় যদি সরকারি কর্মীরা (Government Employees) নিজেদের অফিসের কম্পিউটার, ল্যাপটপে এই ধরণের অ্যাপ ইনস্টল করেন, তাহলে সরকারি ফাইলের তথ্য ফাঁস হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। সেই কারণে এবার নির্দেশিকা জারি করে তাঁদের এই বিষয়ে সতর্ক করে দিল অর্থ মন্ত্রক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর